Logo

রাজনগরে ৩ দাবিতে উপজেলা চেয়ারম্যানের আয়োজনে মতবিনিময়

মৌলভীবাজার প্রতিনিধি : / ২২৭
প্রকাশিত : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
রাজনগরে ৩ দাবিতে উপজেলা চেয়ারম্যানের আয়োজনে মতবিনিময়

মৌলভীবাজারের রাজনগরে সাবেক সংসদীয় আসন পূণঃবহাল, গ্যাস সংযোগ স্থাপন ও পৌরসভা বাস্তবায়নের দাবিতে উপজেলার জনপ্রতিনিধি ও সকল শ্রেণীপেশার মানুষদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় একটি কমিউিনিটি সেন্টারে রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান খানের আয়োজনে ও অলিলা গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক আলহাজ্ব জিল্লুর রহমানের সার্বিক সহযোগিতায় এ মতবিনিময়ের আয়োজন করা হয়।

 

টেংরা ইউনিয়নের চেয়ারম্যান মো. টিপু খানের সঞ্চালনায় ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান খানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, মৌলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. ইকবাল, অলিলা গ্রুপের এমডি শিল্পপতি আলহাজ্ব জিল্লুর রহমান, এডভোকেট শান্তি পদ ঘোষ, সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফয়ছল আহমদ, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি এখলাছুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী, জেলা পরিষদ সদস্য জিয়াউর রহমান, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, মিনহাজ চৌধুরী, উপেজলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু, কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াজ খান, চা শ্রমিক নেতা সুগ্রিম গৌড়, ইউপি সদস্য সত্যনারায়ন নাইডু, মাহবুবুর রহমান, লুৎফুর রহমান, ছয়ফুল আলম, নূরুল আমিন খান, মাস্টার বিজয় দাস প্রমুখ।

 

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ১৯৭০ ও ১৯৭২ সালের নির্বাচনে রাজনগরে একটি স্বতন্ত্র নির্বাচনী আসন ছিল। এসময় এখান থেকে নির্বাচিত এমপি ছিলেন। কিন্তু পরবর্তীতে এ আসন কেটে উত্তরবঙ্গে নিয়ে যায় তখনকার সরকার। সেই থেকে মৌলভীবাজার সদর উপজেলার সাথে রাজনগরকে যুক্ত করে সংসদীয় আসন করা হয়েছে। আসন ছিনিয়ে নেয়ার পর থেকে এ অঞ্চলের মানুষ নানা ভাবে উন্নয়ন বঞ্চিত ও অবহেলিত হয়ে আসছে। জেলা শহরের পাশে হওয়ায় তেমন উন্নয়নের ছোয়া লাগছে না। এখনো এলাকায় গ্যাস সংযোগ দেয়া হয়নি। এটি রাজনগরবাসীর দীর্ঘদিনের দাবী ছিল। এছাড়াও উপজেলার রাজনগরে কোন পৌরসভাও নেই। অথচ নতুন নতুন অনেক উপজেলায় পৌরসভা রয়েছে। বক্তরা দলমত নির্বিশেষে রাজনগরের উন্নয়ন করার প্রত্যয় ব্যক্ত করেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।