Logo

রাজনগরে ৪২টি শূন্যপদ নিয়ে ধুঁকছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মৌলভীবাজার প্রতিনিধি : / ১৭৪
প্রকাশিত : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

বিশেষজ্ঞ চিকিৎসকসহ এক-তৃতীয়াংশ শূন্য পদ নিয়ে ধুঁকে ধুঁকে চলছে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। ৪ জন প্রেষণে কাজ করছেন অন্য হাসপাতালে। সাড়ে ৫ বছর ধরে অনুপস্থিত রয়েছেন ডেন্টাল টেকনলজিস্ট। উর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্রের মাধ্যমে জানালেও পদগুলোতে নিয়োগের কোনো ব্যবস্থা হচ্ছে না। বিভিন্ন পদে দীর্ঘদিন ধরে নতুন নিয়োগ না হওয়ায় এমন সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। ফলে স্বল্প জনবলে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদেরকে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এই হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করতে একটি নতুন ভবন নির্মান করা হয়েছে। তবে কাজ শেষ হওয়ার আগেই পুরাতন ভবনটির পিলার-ভীমে ফাটল ও ছাদের আস্তরণ খসে পড়ায় সেপ্টেম্বর মাসে ইনডোরে রোগীদের ভর্তি কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। রোগীদের সমস্যার কথা চিন্তা করে হস্তান্তরের আগেই নতুন ভবনে আগের আসবাবপত্র ও সরঞ্জামে গত বছরের ২৭ ডিসেম্বর থেকে এই কার্যক্রম আবার শুরু করা হয়। তবে ভবণের বাইরের বাকী কাজ শেষ হলে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর ও উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। পুরাতন ভবন ও নতুন ভবন মিলিয়ে ৫০ শয্যা হওয়ার কথা থাকলেও পুরতান ভবনটিতে ঝুঁকির কারণে বন্ধ করে দেয়ায় এখন নতুন ভবণে সামর্থ্য অনুযায়ী কাজ শুরু করা হয়েছে। নতুন ভবন উপরের দিকে সম্প্রসারিত না হলে বা পুরাতন ভবন ভেঙ্গে নতুন করে কখনো ভবন নির্মান করা না হলে সাধারণ মানুষ ৫০ শয্যার সুবিধা পাওয়ার আশা দেখা যাচ্ছে না।

 

এদিকে, এই হাসপাতালে ১৩৩টি পদের মধ্যে ৪২ টি পদ শূন্য রয়েছে। শীত বাড়ার সাথে সাথে রোগীর সংখ্যাও বাড়ছে। ফলে স্বল্প জনবলে চিকিৎসা সেবা প্রদানে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হাসপাতালে বর্তমানে সার্জারি কনসালটেন্ট ১ টি, মেডিসিন বিশেষজ্ঞ ১টি, সিনিয়র স্টাফ নার্স ২টি, মিড ওয়াইফ ২টি, ল্যাব টেকনোলজিস্ট ২টি, রেডিওলজিস্ট ১টি, সেনিটারী ইন্সপেক্টর ১টি, ফার্মাসিস্ট ১টি, সহকারী নার্স ১টি, মাঠ পর্যায়ে কাজ করার জন্য স্বাস্থ্য সহকারী ১৭টি, হার্বাল এসিসটেন্ট ১টি, অফিস সহকারী ১টি পদ খালি রয়েছে। সিকিউরিটি গার্ড ২টি পদের মধ্যে একজন দিয়ে এতোদিন চললেও গত ডিসেম্বর মাসে তিনি অবসরে চলে গেছেন। ডেন্টাল টেকনোলজিস্ট ফাওমিদা সুলতানা ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ছুটি ছাড়াই অনুপস্থিত রয়েছেন। এই পদে জনবল না থাকলেও শুন্য দেখানো হচ্ছে না। এছাড়া আয়া পদে ১টি, কুক-মশালচি ১টি, মালি ১টি, পচ্ছিন্নতা কর্মীর ২টি পদ খালি রয়েছে। ৪ জন পিওনের কাজ করছেন একজন। এতো জনবল সংকটের মধ্যেও রাজনগরে নিয়োগ দেখানো ডা. বিএইচএম এরশাদ মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে, প্রধান সহকারী রঞ্জনা দেবী সিভিল সার্জন অফিসে, ওয়ার্ডবয় বিরজিত সিভিল সার্জন অফিসে ও অফিস সহকারী মালেম চানু কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেষণে কাজ করছেন। এ অবস্থায় ৫০ শয্যার কাজ শুরু করলে এই জনবলে কার্যক্রম চালাতে আরো বেশি সমস্যায় হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আফজালুর রহমান বলেন, চিকিৎসক যারা আছেন তাদেরকে দিয়েই কোনোমতে আমাদের চলছে। তবে বেশি সমস্যায় পড়েছি ৩য় ও ৪র্থ শ্রেণির স্টাফের শূন্যপদের জন্য। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার পদ পূরণের জন্য চিঠি পাঠাচ্ছি। মন্ত্রনালয় থেকেও শূণ্যপদের তথ্য নেয়া হয়েছে। তবে স্বল্প জনবলেও আমরা কাউকে সেবা বঞ্চিত করছি না।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।