Logo

এসএ টিভির মৌলভীবাজার প্রতিনিধি হলেন হোসাইন আহমদ

মৌলভীবাজার প্রতিনিধি : / ২৪৩
প্রকাশিত : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

দেশের স্যাটেলাইট টিভি চ্যানেল ‘এসএ টিভি’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক হোসাইন আহমদ। গত ২৬ জানুয়ারি এসএ টেলিভিশনের ম্যানেজিং ডিরেক্টর সালাউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক নিয়োগপত্রের মাধ্যমে তাকে জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেয়া হয়।

 

বর্তমানে হোসাইন আহমদ দৈনিক যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদপত্রের জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন।

নতুন এই যাত্রায় সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন সাংবাদিক হোসাইন আহমদ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।