আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশের রাবে জামাতের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে ও আবদুর রহমান সোহেলের সঞ্চালনায় পুরস্কার ও গেজেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল হক নোমানী। বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানে তালিমুল কোরআনের সহ সাধারন সম্পাদক মাওলানা কারী এহসানুল হক।
বক্তব্য রাখেন উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদরাসার পরিচালক মাওলানা আবদুর রাজ্জাক, আমিরপুর আশরাফুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা ওলীদ আহমদ, জুড়াপুর মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রশিদ, করাইয়া এমদাদুল উলুম মাদরাসার নাজিমে তালিমাত মাওলানা আব্দুল আহাদ, বনারাই মদীনাতুল মাদরাসার নায়েবে মুহাতামিম মাওলানা হুসাইন আহমদ, বাগাজুরা হাফিজিয়া মাদরাসার পরিচালক মাওলানা হিফজুর রহমান প্রমুখ৷
সভায় রাবে জামাতে পুরস্কার ১০ জনের মধ্যে প্রথম তিন জনকে নগদ বৃত্তি ও অন্যদের বই পুরস্কার দেয়া হয়।
সভায় জানানো হয় আগামি ১৮ মার্চ মৌলভীবাজার জেলার শিক্ষক বিতরণ, কেন্দ্র মনোনয়ন ও খামিছ জামাতের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এতে সকল কেন্দ্র জিম্মাদরগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।