Logo

রাজনগরে অপরিকল্পিত কালভার্ট ভেঙ্গে উঁচু সেতু নির্মানের দাবী হাওরবাসীর

মৌলভীবাজার প্রতিনিধি : / ১২৪
প্রকাশিত : সোমবার, ২০ মার্চ, ২০২৩
রাজনগরে অপরিকল্পিত কালভার্ট ভেঙ্গে সেতু নির্মানের দাবী হাওরবাসীর

মৌলভীবাজারের রাজনগরে বুরবুরিছড়ার উপর মৌলভীবাজার-বালাগঞ্জ সড়কের উপর সড়ক ও জনপথ বিভাগের নবনির্মিত অপরিকল্পিত বক্স কালভার্টটি ভেঙ্গে নতুন সেতু নির্মাণের দাবী করে মানববন্ধন করেছে হাওর রক্ষা সংগ্রাম কমিটি। এসময় হাওর পাড়ের বাসিন্দা, কৃষক, শ্রমিক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ এতে যোগ দেন। সোমবার (২০ মার্চ) সকাল ১১টায় বুরবুরিছড়ায় নির্মিত বক্স কালভার্টটির উপরএই মানববন্ধন করা হয়।

 

হাওর রক্ষা সংগ্রাম কমিটির উপজেলা সভাপতি শামসুদ্দিন মাস্টারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা হাওর রক্ষা সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী, রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বেলাল, জেলা হাওর রক্ষা সংগ্রাম কমিটির সদস্য মুজাহিদ আহমেদ, বিশ্বজিৎ নন্দী, রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদ আব্দুর রহমান সোহেল, উপজেলা কমিটির সদস্য ডা. ফরিদ আহমেদ, কমরুউদ্দিন কমরু, মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রাজন আহমেদ, মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ সদস্য শামীম তরফদার, আব্দুল আজিজ, সাবেক সদস্য আব্দুর রহমান তরফদার, প্রবীণ কৃষক মো. খালিক, মো. মেহেন্দি, মো. ইসলাম মিয়া, লুৎফুর রহমান মাস্টার।

 

মানববন্ধনে বক্তারা বলেন, নতুন নির্মিত কালভার্টটির পাশেই পুরোনো ব্রিজটি রয়েছে। পুরোনো ব্রিজটি নতুন ব্রিজের চেয়ে উঁচু। প্রতি বছর এই সড়ক পানিতে তলিয়ে যায়। এখন যে কালভার্টটি করা হয়েছে সেটি গত বছর পানির নিচে ছিল। বর্ষা মৌসুমে পানি বেড়ে গেলে ধান নিয়ে কালভার্টের নিচ দিয়ে কৃষকরা পূর্বপাশে যাতায়াত করতে পারেন না। হাওরের বাসিন্দারা বিভিন্ন এলাকা থেকে ইটবালু পরিবহণ করেন এই ছড়া দিয়ে। তারা অসুবিধায় পড়েছেন। ফলে কৃষকরা ভোগান্তিতে পড়েন। ব্রিজ নির্মাণের সময় সংশোধন করতে প্রকৌশলীদের সাথে এব্যাপারে যোগাযোগ করলেও তারা কোনো পদক্ষেপ নেননি। এখন এই কালভার্টটি এলাকাবাসীর উপকারে লাগার পরিবর্তে গলার কাঁটায় পরিণত হয়েছে বলে দাবি করেন বক্তারা। স্থানীয় লক্ষাধিক মানুষের জীবন-জীবিকার সুবিধার কথা চিন্তা করে কালভার্টটি ভেঙ্গে উঁচু সেতু নির্মাণের দাবিও জানান তারা।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।