Logo
সর্বশেষ :
ব্যাংকের সিকিউরিটি গার্ড মিসবাহ ভেবে হত্যা করা হয় ‘আইনজীবী সুজনকে’ রাজনগরে ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল রাজনগরে দারুল ক্বিরাত এবং বয়স্কদের সহীহ্ কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরষ্কার বিতরন মৌলভীবাজার সরকারি কলেজ কর্মচারীদের মধ্যে শিবিরের ঈদ সামগ্রী বিতরণ রাজনগরে গণমাধ্যমকর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল রাজনগরে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের আয়োজনে ক্বিরাত প্রতবযোগিতা রাজনগরে ডিবি পুলিশের উপর হামলার অভিযোগে চেয়ারম্যানসহ ৪৭ জনের নামে মামলা জুড়ীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিপ্লবী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল মসজিদ-মাদরাসায় পানির ফিল্টার দিল রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটি পর্তুগাল রাজনগরে ডিবি পুলিশকে আটকে পালালেন চেয়ারম্যান, উত্তেজনা

রাজনগরে চিকিৎসাধীন আছেন ১৬২ জন যক্ষ্মা রোগী

মৌলভীবাজার প্রতিনিধি : / ১৩৮
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে ১৬২ জন যক্ষ্মা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১৯জন শিশু ও ১৭ জন চিকিৎসা নেয়ার পরেও আবার আক্রান্ত হয়েছেন। তবে ১৩ জনের দেহে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্টস হওয়ার পর ২ জন মারা গেছেন। বিশ্ব যক্ষ্মা দিবসের আলোচনা সভায় এমন তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. হাসিন মাহতাব আহমেদ।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যালি ও আলোচনা সভা হয়। আরএমও ডা. হাসিন মাহতাব আহমেদের সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক জয়নাল আবেদীনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন হাসপাতালের পরিসংখ্যানবিদ সুশীতল পাল, এমটি ইপিআই প্রবাল চন্দ্র দাশ, স্বাস্থ্য পরিদর্শক চিরঞ্জিব দত্ত, রাজনগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, সীমান্তিক নতুনদিনের ডিস্ট্রিক্ট টিম লিডার মো. রেজাউল ইসলাম, উপজেলা সুপারভাইজার জয়নাল আবেদীন, হীড বাংলাদেশের টিবি কন্ট্রোল এসিসট্যান্ট বিপুল গোয়ালা প্রমুখ। এসময় স্বাস্থ্যকর্মী, হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সবৃন্দ, সীমান্তিক নতুনদিনের কমিউনিটি মভিলাইজার, গোল্ডস্টার মেম্বাররা উপস্থিত ছিলেন।

 

উপজেলা স্বাস্থ্য বিভাগ আরো জানায়, সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এ পর্যন্ত ৭ হাজার ২০৪ জন সুস্থ হয়েছেন। ১০ জন মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স হওয়া রোগী সুস্থ হয়েছেন। তবে এখনো এমডিআর রোগী চিকিৎসাধীন আছেন। এমডিআর রোগীদের দেহে ওষুধ সহজে কাজ না করায় তারা ঝুঁকি বাড়িয়ে দেন। যক্ষ্মা প্রতিরোধে সবাই সচেতন না হলে বিপদ আরো বাড়তে পারে। হীড বাংলাদেশের সহযোগীতায় বিনামূল্যে রোগ নির্নয় করা হচ্ছে। সরকারি সহযোগিতায় আক্রান্তদের চিকিৎসা ও ওষুধ প্রধান করা হচ্ছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।