মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটে টাইলস লাগানোর পর ভেঙ্গে ফেলা হচ্ছে। সিডিউল অনুযায়ী গেইটে কাজ না করায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর নির্দেশে এসব টাইলস ভেঙ্গে ফেলা হচ্ছে বলে জানা গেছে।
বুধবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, গেইটে সাদা রংয়ের লাগানো টাইলস ভাঙ্গছেন কয়েকজন নির্মান শ্রমিক।
হাসপাতাল কর্তৃপক্ষ ও নির্মান কাজের দায়িত্বে থাকা সুপারভাইজার জানান, রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবনের সাথে নার্স ডরমেটরী, স্টাফ ডরমেটরী, ডক্টরস কোয়ার্টার, গ্যারেজ, গেইট, ফুল বাগান ও কমপ্লেক্সের ভিতরের রাস্তা, ড্রেনসহ বিভিন্ন কাজ করা হচ্ছে। এসব কাজে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার টাকা। ১৮ মাসে কাজটি শেষ করার কথা থাকলে করোনা মহামারী ও বিভিন্ন জটিলতায় একাধিকবার সময় বাড়ানো হয়। এখন কাজ শেষ পর্যায়ে আছে। সম্প্রতি প্রধান গেইটে সাদা রংয়ের টাইলস লাগানো হয়। কিন্তু সুপারভিশনে এসে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী সিডিউলে উল্লেখিত টাইলস ব্যবহার না করায় লাগানো সব টাইলস ভেঙ্গে ফেলতে নির্দেশ দেন।
নির্মান কাজের দায়িত্বে থাকা সুপারভাইজার মিরাজ আহমেদ বলেন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার এসে কাজ দেখে গেছেন। আমাদের যে টাইলস ছিল সেই টাইলস গেইটে লাগানো হয়েছিল। কিন্তু সিডিউলের কাজের সাথে মিল না থাকায় ইঞ্জিনিয়ার ভাঙ্গতে বলেছেন। আমরা ভেঙ্গে নতুন করে কাজ করে দিবো। অন্যসব কাজ ঠিকঠাক আছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফজালুর রহমান বলেন, তাদের কাজ এখনো শেষ হয়নি। কোনো কাজে ত্রুটি থাকলে তারা নিজ দায়িত্বে সেটি ঠিক করে দিবেন। স্বাস্থ্য প্রকৌশলের ইঞ্জিনিয়ার এসে দেখে এটি ভাঙ্গতে বলেছেন জেনেছি। তারা এটি ভেঙ্গে সিডিউল অনুযায়ী কাজ করে দিবেন।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সফিকুল ইসলাম পাঠান বলেন, ভবনের কাজের পর ঠিকাদারের কিছু টাইলস রয়ে গিয়েছিল। গেইটকে সুন্দর করতে গিয়ে তারা এসব টাইলস গেইটে ব্যবহার করে। কিন্তু এতে সৌন্দর্য নষ্ট হয়। নিয়মিত সুপারভিশনে গিয়ে বিষয়টি আমার নজরে আসে। পরে আমি বলে এসেছি, টাইলস খুলে সিডিউল অনুযায়ী সুন্দর করে কাজ করে দিতে।