মৌলভীবাজারের রাজনগরে গুণীজনদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রাজনগর সংসদীয় আসন পুর্বহাল ও সার্বিক উন্নয়ন কেন্দ্রীয় কার্যকরী সংসদের আয়োজনে রাজনগর সরকারি কলেজ মাঠে সোমবার (২২ মে) বিকেলে এ অনুষ্ঠান হয়।
রাজনগর সংসদীয় আসন পুর্বহাল ও সার্বিক উন্নয়ন কেন্দ্রীয় কার্যকরী সংসদের সভাপতি উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পিকেএসএফ এর চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী।
টেংরা ইউপি চেয়ারম্যান মো. টিপু খানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস্-উল ইসলাম, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের নেতা ফয়ছল আহমদ, রাজনগর সংসদীয় আসন পুর্বহাল ও সার্বিক উন্নয়ন কেন্দ্রীয় কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. ইকবাল, জেলা পরিষদের সদস্য জিয়াউর রহমান, ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, রাহেল হোসেন, আতাউর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের আগে ও পরে রাজনগর ও কমলগঞ্জ আংশিক এলাকা নিয়ে একটি পৃথক সংসদীয় আসন ছিল। কিন্তু বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমানের সরকারের সময় এই আসনকে ভেঙ্গে নতুন করে মৌলভীবাজার সদরের সাথে রাজনগরকে যুক্ত করে আসন পূনঃবিন্যাস করা হয়। এরপর থেকে রাজনগরবাসী উন্নয়নে পিছিয়ে পড়েছেন। দেশে উন্নয়নের ছোঁয়া বিভিন্ন সরকারের সময় লাগলেও রাজনগরে তা দৃশ্যমান নয় বলে দাবি করেন বক্তারা। অধ্যাদেশ জারি করে জিয়াউর রহমানের সময়ের সকল অবৈধ আইন বাতিল করা হলেও আর রাজনগর সংসদীয় আসন পুনর্বহাল করা হয়নি। তাই রাজনগরবাসীর দাবিকে মেনে নিয়ে আগের সংসদীয় আসন পূনর্বহালের আহ্বান জানান বক্তারা।