Logo
সর্বশেষ :
ব্যাংকের সিকিউরিটি গার্ড মিসবাহ ভেবে হত্যা করা হয় ‘আইনজীবী সুজনকে’ রাজনগরে ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল রাজনগরে দারুল ক্বিরাত এবং বয়স্কদের সহীহ্ কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরষ্কার বিতরন মৌলভীবাজার সরকারি কলেজ কর্মচারীদের মধ্যে শিবিরের ঈদ সামগ্রী বিতরণ রাজনগরে গণমাধ্যমকর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল রাজনগরে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের আয়োজনে ক্বিরাত প্রতবযোগিতা রাজনগরে ডিবি পুলিশের উপর হামলার অভিযোগে চেয়ারম্যানসহ ৪৭ জনের নামে মামলা জুড়ীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিপ্লবী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল মসজিদ-মাদরাসায় পানির ফিল্টার দিল রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটি পর্তুগাল রাজনগরে ডিবি পুলিশকে আটকে পালালেন চেয়ারম্যান, উত্তেজনা

রাজনগরে দুই ভূয়া ভেটেরিনারি ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি : / ২১২১
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারে দুই ভূয়া ভেটেরিনারি চিকিৎসককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ডাক্তার না হয়ে ডাক্তার পদবী ব্যবহার ও আইন লঙ্ঘন করে গবাধিপশুর চিকিৎসায় ব্যবস্থাপত্র দেয়ার দায়ে বৃহস্পতিবার মুন্সিবাজারে অভিযান চালিয়ে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযুক্ত দুই ভূয়া ডাক্তাররা হলেন মুন্সিবাজারের ভূয়া ভেটেরিনারি ডাক্তার ননী গোপাল দেব ও এআই কর্মী রঞ্জন রজক।

 

উপজেলা প্রাণিসম্পদ অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, আইন লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে ডাক্তার পদবী ব্যবহার করে রাজনগর উপজেলার বিভিন্ন এলাকায় গবাধিপশুর চিকিৎসা দিয়ে আসছিলেন মুন্সিবাজারের ননী গোপাল দেব। স্থানীয় ছোট-বড় খামারি ও গবাধিপশুর মালিকরা না জেনে তার কাছ থেকে চিকিৎসা নিয়ে আসছিলেন। এছাড়া এআই কর্মী রঞ্জন রজক বেআইনীভাবে পশু চিকিৎসা ও ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন।

 

দীর্ঘদিন যাবত তাদের অপচিকিৎসায় অনেক প্রাণির অকালে মৃত্যু হয়েছে। গ্রামীন মানুষজন সহজ সরল হওয়ায় চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসার ন্যুনতম  কোন সনদ না থাকা সত্বেও দেদারসে তারা চিকিৎসা চালিয়ে আসছিল। একই সাথে প্রতারণার মাধ্যমে ভেটেরিনারি ফার্মেসির রমরমা ব্যবসা চালিয়ে আসছিলেন তারা। মাঠ পর্যায়ে তারা প্রাণিসম্পদ অফিসের পরিচয় ব্যবহার করে ভ্যাকসিন প্রয়োগ, চিকিৎসাসহ যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

 

বিষয়টি প্রাণিসম্পদ অফিসকে জানানো হলে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা মুন্সিবাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ননী গোপাল দেবকে ২০ হাজার টাকা ও রঞ্জন রজককে ৩০ হাজার টাকা জরিমানা করেন। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে কঠোর শাস্তি দেয়া হবে বলে তাদেরকে সতর্ক করেন ভ্রাম্যমান আদালত। এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলার ভেটেরিনারি সার্জন মামুন মিয়া সুমন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।