Logo

রাজনগরে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি : / ৩১২
প্রকাশিত : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

রাজনগর উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরির অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে
মঙ্গলবার বিকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার রাজনগর আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

 

এ সময় অন্যানয়ের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা, রাজনগর থানার ওসি (তদন্ত) মাজহারুল হক আনোয়ার, রাজনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমানসুননগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল চন্দ্র দাস, পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সানা, মনসুরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরজান আহমদ, যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির ফৌজি, কৃষকলীগের সভাপতি মাহমুদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার সজল চক্রবর্তী প্রমুখ।

 

অনুষ্ঠানে উপজেলার ৭৫ জন ক্ষতিগ্রস্তকে ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরির অর্থ প্রদান করা হয়।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।