Logo

রাজনগরে দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত, থানায় মামলা

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার : / ৮৪
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁওয়ে সংঘর্ষের ঘটনায় রিনা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে ৮ জনকে আসামী করে ১৪ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে রাজনগর থানায় মামলা দায়ের করেন।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর সন্ধ্যায় রাজনগর উপজেলার পাঁচগাঁও গ্রামে জয়িতা মহিলা সমিতির আয়োজনে অসহায়-অসচ্ছল নারীদের মাঝে ভাতা বিতরণের সময় একটি পক্ষ এতে বাঁধা দেয়। বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দিলে একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে রিনা বেগম (৩৫), জানারা বেগম (৩৮) সহ ৪/৫ জন আহত হন। পরে তাদেরকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে রিনা বেগম মারা গেছেন। এঘটনায় তার স্বামী আহাদ মিয়া বাদী হয়ে জয়িতা মহিলা সমিতির সাংগঠনিক সম্পাদক নোমান আহমদকে প্রধান আসামী, ২ নম্বর আসামী জায়েদ আলী, ৩ নম্বর আসামী রাফি আহমদ, ৪ নম্বর আসামী জিল্লুর রহমানসহ ৮ জনকে আসামী করে মামলা করেছেন।
এদিকে এ ঘটনায় ১৪ অক্টোবর বিকেলে মানববন্ধন করে হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মামলার বাদী আহাদ মিয়া বলেন, আমার স্ত্রীকে জয়িতা মহিলা সমিতির সদস্য ছিল। সমিতির নেতারা আমার স্ত্রীকে ডেকে এনে তাকে হত্যা করেছে।
এ ব্যাপারে রাজনগর থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় নিহত এক নারীর স্বামী মামলা করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতনদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।