Logo

রাজনগরে সংঘর্ষে নিহত ১

মৌলভীবাজার প্রতিনিধি : / ৬০
প্রকাশিত : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

মৌলভীবাজারের রাজনগরে প্রতিবাদ সভায় সংঘর্ষের ঘটনায় মো. শহিদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪-৫ জন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে রাজনগর ইউনিয়নের দত্তগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে পরদিন রাজনগর থানায় মামলা করেছেন।

 

 

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লায় কুরআন অবমাননাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে বিক্ষুব্ধ মুসলমান সম্পদায়ের লোকজন উপজেলার রাজনগর সদর ইউনিয়নের দত্তগ্রামে একটি বাড়ির পূজামণ্ডপে হামলা চালায়। এ ঘটনার জেরে ওইদিন বিকেলে হিন্দু সম্প্রদায়ের লোকজন দত্তগ্রামে প্রতিবাদ সভা করে। হিন্দু সম্প্রদায়ের লোকজন মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কটাক্ষ করে সভায় বক্তব্য দিয়েছেন দাবি করে একদল মুসলিম জনতা প্রতিবাদ সভা করতে বাধা দেয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় উপজেলার দত্তগ্রামের মো. শরিফুল মিয়ার ছেলে মো. শহিদকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এদিকে মো. শহিদ নিহতের ঘটনায় তার বাবা শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দত্তগ্রামের প্রীতম দেবনাথকে (২৮) প্রধান আসামী, অশক বৈদ্যকে (৩০) ২ নম্বর আসামী, রুপন মালাকারকে (২৭) ৩ নম্বর আসামী, সুমন বৈদ্যকে (২৯) ৪ নম্বর আসামী করে মোট ৮ জনকে আসামী করে রাজনগর থানায় মামলা দায়ের করেছেন।

 

নিহতের বাবা মো. শরিফুল মিয়া বলেন, কয়েকজন প্রকাশ্যে বক্তব্য দিয়ে মুসলামনদের কটাক্ষ ও গালাগাল দিচ্ছিল। এসময় আমার ছেলেসহ কয়েকজন প্রতিবাদ করতে গেলে তারা আমার ছেলেকে রক্তাক্ত জখম করে হত্যা করে। আমি ছেলে হত্যার বিচার চাই।

 

এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। হত্যাকান্ডের ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।