Logo

স্পেনে দ্বিতীয়বার আন্তর্জাতিক অভিবাসী পদক পেলো ভিক্টোরিয়া মানি ট্রান্সফার

মুবিন খান, স্পেন :: / ২৫৮
প্রকাশিত : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

স্পেনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করা হয়েছে। এদিন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অনুমোদিত বার্সেলোনায় ভিক্টোরি মানি ট্রান্সফার অ্যান্ড ট্রাভেলসকে আন্তর্জাতিক অভিবাসী পদকে ভূষিত করা হয়।

 

 

‘প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখবো তাদের অধিকার’ এই স্লোগানকে সামনে রেখে স্পেনের মাদ্রিদে বাংলাদেশি দূতাবাস গত ১৮ ডিসেম্বর এক স্মারকে এই পদক ঘোষণা করা হয়।

 

 

স্পেনে বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠানের মাঝে দুইটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একজন ব্যাক্তিকে এ বছর বাছাই করা হয়েছে বলে জানানো হয়।
স্মারকে, আমানাহ মানি ট্রান্সফারকে প্রথম স্থান ও বার্সেলোনার ভিক্টোরি মানি ট্রান্সফার অ্যান্ড ট্রাভেলসকে দ্বিতীয় স্থানে ভূষিত করা হয়। পাশাপাশি ব্যাক্তি ক্যাটাগরিতে শাহ দিদারুল আলমকে এই পুরষ্কারে ভূষিত করা হয়।

 

পদকপ্রাপ্ত ভিক্টোরি মানি ট্রান্সফার অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী রাজিব হোসাইন বলেন, রেমিট্যান্স পাঠানো প্রতিষ্ঠান হিসেবে আমরা আন্তর্জাতিক অভিবাসী দিবস পদকে টানা দ্বিতীয়বারের মতো ভূষিত হয়ে খুবই খুশি। আমাদের এই প্রাপ্তিটা পুরো স্পেনের প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের। আমাদের গ্রাহক, শুভাকাঙ্ক্ষীদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

 

 

সোমবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মাদ্রিদে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের হলরুমে ব্যবসায়ী, সুধী, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক ও কমিউনিটি নেতাদের নিয়ে দূতাবাস আন্তর্জাতিক অভিবাসী দিবস অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে প্রবাসীদের কল্যাণমূলক অনেক বিষয় আলোচনা করা হয়।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।