Logo
সর্বশেষ :
ব্যাংকের সিকিউরিটি গার্ড মিসবাহ ভেবে হত্যা করা হয় ‘আইনজীবী সুজনকে’ রাজনগরে ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল রাজনগরে দারুল ক্বিরাত এবং বয়স্কদের সহীহ্ কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরষ্কার বিতরন মৌলভীবাজার সরকারি কলেজ কর্মচারীদের মধ্যে শিবিরের ঈদ সামগ্রী বিতরণ রাজনগরে গণমাধ্যমকর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল রাজনগরে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের আয়োজনে ক্বিরাত প্রতবযোগিতা রাজনগরে ডিবি পুলিশের উপর হামলার অভিযোগে চেয়ারম্যানসহ ৪৭ জনের নামে মামলা জুড়ীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিপ্লবী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল মসজিদ-মাদরাসায় পানির ফিল্টার দিল রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটি পর্তুগাল রাজনগরে ডিবি পুলিশকে আটকে পালালেন চেয়ারম্যান, উত্তেজনা

মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

/ ১০৬
প্রকাশিত : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। মেডিকেল কলেজ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’র উদ্যোগে রোববার (১৬ মার্চ) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে এ মানববন্ধন ও সমাবেশ হয়।


মেডিকেল কলেজ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সাধরাণ সম্পাদক আজিজ আহমদ কিবরিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্দুল বাছিত চৌধুরী, তাজুল ইসলাম খান, সাবেক সরকারি কর্মকর্তা মামুনুর রশীদ, ইম্পিরিয়েল কলেজের কো-অর্ডিনেটর মো. সিতাব আলী, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, সহকারি অধ্যাপক এইচ এম আলাউদ্দিন, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, পেশাজিবী নেতা আব্দুল কুদ্দুস নোমান ও আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, মৌলভীবাজার জেলার মানুষ স্বাধীনতার পর থেকে উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছে। দেশে বিগত সময়ে অনেকগুলো মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট, কৃষি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। কিন্তু এসবের কোনো কিছুই মৌলভীবাজারবাসী পায়নি।

বক্তারা আরো বলেন, প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারের প্রবাসীরা প্রতি বছর দেশের উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মূদ্রা দেশে পাঠান। কিন্তু যুগ যুগ ধরে তারা উন্নয়নের দিক থেকে বঞ্চনার শিকার হয়ে আসছেন। বৈষম্যহীন বাংলাদেশে মৌলভীবাজারের সর্বস্তরের মানুষের প্রাণের দাবি একটি মেডিকেল কলেজ স্থাপন করা। এ প্রেক্ষিতে মৌলভীবাজারে অনতিবিলম্বে মেডিকেল কলেজ স্থাপন করে জেলাবাসীর দাবিকে সম্মান জানানোর আহ্বান জানান তারা।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।