রাজধানীর নারিন্দা এলাকায় একটি বাড়িতে মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঘিরে রাখা ওই বাড়িতে মাদকবিরোধী অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।