সোমবার রাতে উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় সিত্রাং। শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। ধীরে ধীরে আরও দুর্বল হয়ে আজ মঙ্গলবার এটি গুরুত্বহীন হয়ে পড়বে। তবে এখনো জলোচ্ছ্বাসের শঙ্কা কাটেনি বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত পাঁচ জেলায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অতি দ্রুত অগ্রসর হয়ে গতকাল সোমবার মধ্যরাতে ভোলার নিকট দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম সম্পন্ন করে বৃষ্টি ঝরিয়ে দ্রুত দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। পর্যায়ক্রমে এটি ঢাকার পাশ্ববর্তী এলাকা, কুমিল্লা, ব্রাহ্মনবাড়িয়া হয়ে দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে ভারতে প্রবেশ করবে। এর মধ্য দিয়েই এটি গুরুত্বহীন হয়ে পড়বে।
তিনি বলেন, বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। তবে ঘূর্ণিঝড় কেটে যাওয়ায় মোংলা, পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরসমূহকে ৭ নম্বর বিপৎসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া কক্সবাজার সমুদ্রবন্দরকেও ৬ নম্বর বিপৎসংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে অমাবশ্যা তিথি ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
এ জন্য উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
কুমিল্লা : কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখালে ঘূর্ণিঝড়ের কারণে গাছ পড়ে একই পরিবারের স্বামী-স্ত্রী-শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টায় এ ঘটনা ঘটে ।
নিহতরা হলেন-স্বামী নেজাম উদ্দিন, স্ত্রী শারমিন আক্তার সাথি ও তাদের দুই বছরের শিশু নুসরাত। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুব এ তথ্য নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর একটি ক্যানেলে নৌকাডুবিতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজনকে উদ্ধার করে পুলিশ ও স্থানীয় জনতা।
সোমবার রাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর এলাকায় নির্মাণাধীন শিল্পপার্কের উত্তরপাশে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিহত দুজন হলো পূর্ব মোহনপুর গ্রামের খোকন শেখের স্ত্রী আয়েশা সিদ্দিকা (৩০) ও তাদের শিশু সন্তান আরাফাত।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, শিল্পপার্ক থেকে উত্তর দিকে মোহনপুর গ্রামে যাওয়ার পথে যমুনা নদীর একটি ক্যানেল রয়েছে। বর্ষা মৌসুমে নৌকায় করে ক্যানেলটি পার হতে হয়। গতকাল রাতে খোকন শেখ তার স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে পূর্ব মোহনপুরে যাওয়ার জন্য নৌকায় করে ক্যানেলটি পার হচ্ছিলেন। ওই সময় বৈরী আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই শিশু আরাফাত ডুবে মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালান। এর মধ্যে তিনজনকে উদ্ধার করা হলেও আশঙ্কাজনক অবস্থায় আয়েশা সিদ্দিকাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ভোলা : ভোলার দৌলতখান পৌরসভা এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবে গাছ পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের নাম বিবি খাদিজা। এ ছাড়াও জেলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে সড়কে গাছ পড়ে নিহত হন এক মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নড়াইল : লোহাগড়া উপজেলার পরিষদ চত্বরে গাছের ডাল পড়ে মর্জিনা বেগম মানে একজন নিহত হন।
বরগুনা : সদর উপজেলার সোনাখালী গ্রামে ঘরের ওপর গাছ পড়ে আমেনা খাতুন নামে এক গৃহবধূ নিহত হন।