Logo

কুলাউড়ায় কৃষি যন্ত্র ও সরিষা বীজ বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি : / ২১৫
প্রকাশিত : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

কুলাউড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে কৃষকদের মাঝে কৃষি যন্ত্র (হার্ভেস্টার মেশিন) ও সরিষা বীজ বিতরণ করা হয়। বুধবার ১৬ নভেম্বর বিকালে উপজেলার বিভিন্ন কৃষকদের হাতে এ পণ্যগুলো তুলে দেওয়া হয়। 

 

এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল মোমিন, জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সাবেক যুবলীগ নেতা হোসেন মনসুর প্রমুখ।

 

কুলাউড়া উপজেলায় ৪টি হার্ভেস্টার মেশিন কৃষকদের হাতে তুলে দেন অতিথিবৃন্দ। পরে প্রান্তিক চাষীদের মাঝে সরিষা বীজ বিতরণ করা হয়।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।