Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ ও লিফলেট বিতরণ মৌলভীবাজার শহর শিবিরের সভাপতি তারেক আজিজ, সেক্রেটারি কাজী দাইয়ান রাজনগরে ১ কোটি ৬২ লাখ টাকার সরকারি জমি উদ্ধার শিউলি মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা কুলাউড়ায় চোরাকারবারিদের হামলায় এপিবিএন ও পুলিশ সদস্যসহ আহত ৬ রাজনগরে ২৮ ও ২৯ ডিসেম্বর আব্দুর রকিব ফাউন্ডেশনের তাফসির মাহফিল কুলাউড়ায় সুমন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত আওয়ামী লীগ এদেশে ভোটের গণহত্যা করেছিল: মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান ৫৩ বছর পর মৌলভীবাজারে উন্মুক্ত মাঠে জামায়াতের কর্মী সম্মেলন

১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত

মৌলভীবাজার প্রতিনিধি : / ৬২
প্রকাশিত : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 8; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 128.46104; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 40;

দীর্ঘ ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক লিয়াকত আলী। বুধবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সিলেট ও মৌলভীবাজার বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।
এক প্রতিক্রিয়ায় লিয়াকত আলী বলেন, যুক্তরাজ্যে গণতন্ত্রের পক্ষে লড়াই করা ছিল আমার অপরাধ। এই অপরাধে আমাকে দেশে আসতে দেয়া হয়নি। জুলাই আন্দোলনে বাংলাদেশে দেড় হাজারের বেশি মানুষ শহিদ হয়েছেন। তাদের রক্ত বৃথা যেতে পারেনা। প্রায় সাতশ লোককে গুম করা হয়েছে এবং দুই হাজার লোককে বিনা বিচারে হত্যা করা হয়েছে। তাদের পরিবারের আহাজারি আল্লাহ কবুল করেছেন।

 

তিনি আরও বলেন, তারেক রহমান সকল ষড়যন্তের দাত ভেঁঙ্গে আইনি সকল প্রক্রিয়ায় শেষ করে খুব শীঘ্রই দেশে ফিরবেন।
এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট সাঈদ আহমেদ, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট তাহের রায়হান চৌধুরী পাভেল, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য গাজী মারুফ, খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, ব্যারিষ্টার লিয়াকত আলী ফাউন্ডেশনের সমন্বয়ক মুর্শেদ আহমেদ মুন্না, আব্দুল আজিজ, খলিলপুর ইউনিয়ন বিএনপি নেতা এমদাদ মোহাম্মদ সিরাজ ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ সভাপতি শেখ সাহেদ প্রমুখ।

 

এছাড়াও ছাত্রদল, যুবদল, কৃষকদল স্বেচ্ছাসেবকদল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।