মৌলভীবাজারের রাজনগরে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১ হাজার ১৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে মাত্র ১ জন জিপিএ-৫ পেয়েছে। সিলেট, কারিগরী ও মাদরাসা বোর্ড মিলিয়ে এ বছর পাশ করেছে ৮০০ জন শিক্ষার্থী। উপজেলায় মোট পাশের হার শতকরা ৬৯.৫০ ভাগ।
শিক্ষাবোর্ডগুলোর ফলাফল বিশ্লেষণ থেকে জানা যায়, রাজনগর উপজেলা থেকে এ বছর সিলেট বোর্ডের অধীনে ৯৮১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে ৬৫৪ জন। তবে এই উপজেলার কেউ সিলেট বোর্ড থেকে জিপিএ-৫ অর্জন করতে পারেনি। সিলেট বোর্ডের ফলাফলে রাজনগর উপজেলার পাশের হার শতকরা ৬৬.৬৭ ভাগ। রাজনগর সরকারি কলেজ থেকে ৫৪৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৩৮১ জন। এ কলেজের পাশের হার শতকরা ৬৯.৭৮ ভাগ। তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১৪২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৯০ জন। পাশের হার ৬৩.৩৮ শতাংশ। পাঁচগাঁওয়ের মৌলনা মুফজ্জল হোসেন মহিলা কলেজের ২৯৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮৩ জন পাশ করেছে। সেখানে পাশের হার শতকরা ৬২.৪৬ ভাগ।
মাদরাসা বোর্ডের অধীনে উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে ৭১ জন পাশ করেছে। মাদরাসা বোর্ডে উপজেলার পাশের হার ৮৮.৭৫ ভাগ হলেও কেউ জিপিএ-৫ পায়নি। মুশরিয়া এমদাদিয়া আলিম মাদরাসা থেকে ২৯ জন পরীক্ষা দিয়ে ২৮ জন পাশ করেছে। পাশের হার ৯৬.৫৫ ভাগ। রাজনগর দারুছুন্নাহ ফাজিল মাদরাসার ৫১ জন পরীক্ষা দিয়ে ৪৩ জন পাশ করেছে। এ মাদরাসায় পাশের হার শতকরা ৮৪.৩১ ভাগ।
এদিকে উপজেলার একমাত্র জিপিএ-৫ পেয়েছে কারিগরী বোর্ডের শিক্ষার্থী। রাজনগর সরকারি কলেজ থেকে এ বোর্ডে এইচএসসিতে (ব্যবসায় ব্যবস্থাপনা ও প্রযুক্তি) ৯০ জন পরীক্ষা দিয়ে ৭৫ জন পাশ করেছে। পাশের হার শতকরা ৮৩.৩৩ ভাগ।