Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ ও লিফলেট বিতরণ মৌলভীবাজার শহর শিবিরের সভাপতি তারেক আজিজ, সেক্রেটারি কাজী দাইয়ান রাজনগরে ১ কোটি ৬২ লাখ টাকার সরকারি জমি উদ্ধার শিউলি মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা কুলাউড়ায় চোরাকারবারিদের হামলায় এপিবিএন ও পুলিশ সদস্যসহ আহত ৬ রাজনগরে ২৮ ও ২৯ ডিসেম্বর আব্দুর রকিব ফাউন্ডেশনের তাফসির মাহফিল কুলাউড়ায় সুমন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত আওয়ামী লীগ এদেশে ভোটের গণহত্যা করেছিল: মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান ৫৩ বছর পর মৌলভীবাজারে উন্মুক্ত মাঠে জামায়াতের কর্মী সম্মেলন

শিউলি মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা

রাজকথা ডেস্ক : / ২৪৪
প্রকাশিত : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ২ নম্বর উত্তরভাগ ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রাম রাজাপুরে অনুষ্ঠিত হলো এক অনন্য সংবর্ধনা অনুষ্ঠান। ‘রাজাপুর যুব উন্নয়ন সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে ৩১ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ৯টায় শিউলি মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী এবং প্রবাসীদের সংবর্ধনা দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ মো. নেয়ামত উল্লাহ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা, এবং সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. আব্দুল মান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুটুকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা  কাজী নাদিমুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং সাবেক চেয়ারম্যান  মো. কবির মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবদুল হান্নান, আলহাজ্ব কনর মিয়া, সৌদি আরব প্রবাসী জনাব সোনা মিয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক জামেয়া বেগম, জেবিন বেগম, ফাহমিদা বেগম, জয়রাম পাশী, রূপজিৎ ভট্টাচার্য্য, স্বদেশ বিচিত্রার সাংবাদিক মোঃ আব্দুল মোমিন।

 

বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সদস্য বাবু বারীন্দ্র সরকার,  সংগঠনের সম্মানিত সদস্য  রুহেল আহমদ, জুয়েল মিয়া, নজরুল ইসলাম, জাকারিয়া হোসাইন, বাবু সমিরন দেবনাথ, রেবুল মিয়া, বাবু কাজল সরকার, কয়েছ আহমদ, বাবু রিপন দেবনাথসহ আরও অনেকে।

 

শুভেচ্ছা বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নগেন্দ্র সরকার শিক্ষার্থীদের অর্জনের প্রশংসা করেন এবং শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি  শরীফ মো. নেয়ামত উল্লাহ তার বক্তব্যে নতুন প্রজন্মের শিক্ষার প্রতি অভিভাবকদের মনোযোগী হওয়ার আহ্বান জানান।

 

সমাপনী বক্তব্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মান্নান আবেগাপ্লুত হয়ে বলেন, “আমার শিউলি আজ নেই, কিন্তু তার স্মৃতিকে ধারণ করে শতশত শিউলি আজ এই প্রাঙ্গণে আলো ছড়াচ্ছে। আমি তাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আতাউর রহমান , পবিত্র গীতা পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রূপজিৎ ভট্টাচার্য্য। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী এবং প্রবাসীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। আয়োজনটি এলাকাবাসীর কাছে শিক্ষার প্রতি নতুন অনুপ্রেরণা জাগিয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।