মৌলভীবাজারের রাজনগরে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। শুক্রবার রাতে এই কমিটি প্রকাশ করা হয়।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন ২১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন। এতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামি আহমদকে আহ্বায়ক, কবির মিয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক আব্বাছ আলীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- আশরাফুজ্জামান খান নাহাজ, এমএ হাকিম বকস সুন্দর, নুরুল ইসলাম সেলুন, ছালিক আহমদ সিদ্দিকি, আব্দুল কাইয়ুম বকুল, শামীম আহমদ, নুরুল ইসলাম বাবর, জুবের আহমদ চৌধুরী, এমরান লতিফ খোকন, ময়না মিয়া, মুহিবুর রহমান সাজ্জাদ, এনামুল হোসেন চৌধুরী, রুহুল আলম খাঁন, মাওলানা আব্দুল হাকিম, জাহাঙ্গীর আলম, আলতাফ হোসেন, সৈয়দ সানু আলী, রূপক চন্দ্র দে।