Logo

রাজনগরে আওয়ামী লীগের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

মৌলভীবাজার প্রতিনিধি : / ৩৩২
প্রকাশিত : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

মৌলভীবাজারের রাজনগরে উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন করা হয়েছে। কমিটিতে আজাদ মিয়া চৌধুরী (ঈমানী মিয়া) কে সভাপতি ও মিলন বখতকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এর আগে ২০১৯ সালের ৭ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব মিছবাহুদ্দোজা ভেলাই মিয়াকে সভাপতি ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখতে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি দেয়া হয়েছিল। পরে মিছবাহুদ্দোজা ভেলাই মিয়া ২০২১ সালের ২৪ মার্চ মৃত্যুবরণ করলে সাধারণ সম্পাদক একাই দলের রাজনৈতিক কর্মসূচী বাস্তবায়নে কাজ করেন।

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ ও সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের স্বাক্ষরিত কমিটি মঙ্গলবার (১৩ ডিসেম্বর) প্রকাশ করা হয়।

কমিটিতে অন্যান্য পদ পেয়েছেন যারা :

সহসভাপতি পদে আব্দুল ওয়াহিদ বাচ্চু, জহিরুল ইসলাম মুয়ুব, ফয়ছল আহমদ, বীর মুক্তিযোদ্ধা ছয়ফুল আলম, ফজলু খাঁন, আজিজুর রহমান খাঁন (তছকির), মাহমুদুর রহমান, জহিরুল ইসলাম, ফরজান আহমদ।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে বদরুল হোসেন, সাহেদুজ্জামান আনছারী মনাই, ছালেক মিয়া।

আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বনমালী নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মুহিম দে মধু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ওবায়দুর রহমান ডিপলু, দপ্তর সম্পাদক আনকার খাঁন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল জলিল শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম সোহেল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান কমরু, মহিলা বিষয়ক সম্পাদক পারভীন আক্তার বখত, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সজল চক্রবর্তী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহ পাবলু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সোহেল আহমদ (কামারচাক), শ্রম সম্পাদক শ্যামলাল কালোয়ার মুকুজিয়া, সংস্কৃতি সম্পাদক দূর্গা দেব, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক পদে নজমুল হক সেলিম, এহতেশামুল হক সাজ্জাদ, শামছুদ্দোহা রুকন।
সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান, কোষাধ্যক্ষ শহীদ বকস।
সদস্য পদে মবশ্বির মিয়া, সামছুর নূর আজাদ, মো. শাহজাহান খাঁন, গণি মিয়া, বশারত আলী, সাইদুল ইসলাম বাচ্চু, আব্দুল মুকিত, দিগেন্দ্র চন্দ্র সরকার (চঞ্চল), সাদিকুর রহমান, ছাতির মিয়া, টিপু খাঁন, সিরাজুল ইসলাম ছানা, শাহ শাহিদুজ্জামান ছালিক, নকুল চন্দ্র দাশ, আকমল হোসেন, আব্দুর রহমান মনা, মিরফাজ মিয়া, রাজা মিয়া, এম. সোহেল আলম (উত্তরভাগ), জাহেদ আহমদ (ফতেপুর), হোসেন আলী, বীর মুক্তিযোদ্ধা পরিমল দাশ, আব্দুল মনাফ, লুৎফুর রহমান লেবু, মিজানুর রহমান, নাইওর মিয়া, আছাব আলী, লিয়াকত আলী, আলী নেওয়াজ, মাহমুদ মিয়া, মিছবাহুর রহমান মিছবা, আব্দুল লতিফ, আব্দুর রকিব সুমন, জুনেদ হোসেন কুটি, রেনু মিয়া।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।