নিখোঁজ মাদ্রাসা ছাত্র মানিকপুর ইউপির সুরানন্দপুর গ্রামের কবির আহমদের ছেলে।

 

এ ব্যাপারে জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

ডায়েরী সূত্রে জানা গেছে, ছাইঈদ আহমদ কালিগঞ্জ জামেয়া ইসলামিয়া এতিমখানা মাদ্রাসা থেকে হিফজ শাখা পড়ে। গত ২৫ অক্টোবর মঙ্গলবার মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে যায়। পরদিন বুধবার সকাল ৯টার দিকে সে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা দিলেও মাদ্রাসায় যায়নি বলে জানান শিক্ষকগণ। পরে পরিবারের লোকজন আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল জায়গা খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি। এ ঘটনায় ২৯ অক্টোবর জকিগঞ্জ থানায় ডায়েরী করা হয়।

নিখোঁজ মাদ্রাসা ছাত্রের বাবা কবির আহমদ জানান, ছাঈদ আহমদ সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। তার গায়ের রং- শ্যামলা, মুখমন্ডল- গোলাকার, চুল খাটো কালো, চোখের মনি কালো, উচ্চতা অনুমান ৪ ফুট ৬ ইঞ্চি, মোবাইল ও চশমা ব্যবহার করে না, নিখোঁজের সময় পরনে খয়েরী রংয়ের পাঞ্জাবী, সেলোয়ার এবং মাথায় সাদা টুপি ছিল। কোন হৃদয়বান ব্যাক্তি কোথাও ছাইঈদের সন্ধান পেলে ০১৭৪৫৩৯১৭৪৪ নাম্বারে যোগাযোগের অনুরোধ করেছেন তার বাবা কবির আহমদ।