Logo

রাজনগরে বিজয় দিবস উদযাপন

মৌলভীবাজার প্রতিনিধি : / ১৮০
প্রকাশিত : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

মৌলভীবাজারের রাজনগরে নানা কর্মসূচীতে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার বিজয়ের প্রথম প্রহরে তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গকে সংবর্ধনা ও আলোচনা সভা, দোয়াসহ নানা আয়োজনে এই দিবসটি পালন করা হয়। সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা হয়।
সকাল ৮টায় উপজেলা পরিষদ সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান, রাজনগর থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, রাজনগর প্রেসক্লাব, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, বিএনপি ও অঙ্গসংগঠন, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠন ।

পরে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন পাঁচগাঁও, খলাগাঁও এবং পঞ্চেশ্বর গণকবরে পুষ্পস্তব অর্পণ করে। সকাল সাড়ে ৮টায় যুব উন্নয়ন অফিসার নজরুল ইসলাম খান ও রাজনগর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান শাহানারা রুবির যৌথ সঞ্চালনায় রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে শান্তির প্রতীক পায়রা, বেলুন ও জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খাঁন, ইউএনও ফারজানা আক্তার মিতা, ওসি বিনয় ভূষণ রায়। পরে পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউট, গার্লস গাইড, কাবস, স্কুল, কলেজ ও মাদরাসার ছাত্রছাত্রীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শণ করে। এসময় বীর মুক্তিযোদ্ধারা নতুন প্রজন্মের নিকট জাতীয় পতাকা হস্তান্তর করেন।

 

সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গকে সংবর্ধণা প্রদান করা হয়।  বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় উপাসনালয়ে শহীদদের জন্য প্রার্থনা, এতিমখানা ও হাসপাতালে বিশেষ খাবার বিতরণ করা হয়।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।