Logo
সর্বশেষ :
ব্যাংকের সিকিউরিটি গার্ড মিসবাহ ভেবে হত্যা করা হয় ‘আইনজীবী সুজনকে’ রাজনগরে ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল রাজনগরে দারুল ক্বিরাত এবং বয়স্কদের সহীহ্ কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরষ্কার বিতরন মৌলভীবাজার সরকারি কলেজ কর্মচারীদের মধ্যে শিবিরের ঈদ সামগ্রী বিতরণ রাজনগরে গণমাধ্যমকর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল রাজনগরে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের আয়োজনে ক্বিরাত প্রতবযোগিতা রাজনগরে ডিবি পুলিশের উপর হামলার অভিযোগে চেয়ারম্যানসহ ৪৭ জনের নামে মামলা জুড়ীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিপ্লবী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল মসজিদ-মাদরাসায় পানির ফিল্টার দিল রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটি পর্তুগাল রাজনগরে ডিবি পুলিশকে আটকে পালালেন চেয়ারম্যান, উত্তেজনা

রাজনগরে দারুল ক্বিরাত এবং বয়স্কদের সহীহ্ কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরষ্কার বিতরন

মৌলভীবাজার প্রতিনিধি : / ১৩৬
প্রকাশিত : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

মৌলভীবাজারের রাজনগরে পবিত্র মাহে রমাজন উপলক্ষ্যে দারুল ক্বিরাত ও বয়স্কদেে সহীহ্ কুরআন প্রশিক্ষণের সমাপনী হয়েছে। রাজনগর ইয়ুথ ডেভলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে মাসব্যাপী এই কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শাখার শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

 

গতকাল শুক্রবার বিকেলে রাজনগর সদরের হাজী ইউনুছ হাজারী মাদরাসায় এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

রাজনগর ইয়ুথ ডেভলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি ফুয়াদ আহমেদ মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ বকসের সঞ্চালনায় অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিত্ব আশরাফুজ্জামান খান নাহাজ, আবুর রাইয়ান শাহিন, সৈয়দ ইকরাম হোসেন, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, রাজনগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হিফজুর রহমান আরিফ। এসময় সংযুক্ত আরব আমিরাত থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন রাজনগর ইয়ুথ ডেভলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম রাসেল।

 

এসময় উপস্থিত ছিলেন রাজনগর আইডিয়েল হাইস্কুলের শিক্ষক জাহাঙ্গীর আহমদ মুহিত, রাজনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন বাবলু, রাজনগর কেন্দ্রীয় জামে মসজিদের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক রিপন, আব্দুর রকিব স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ রুশন আলী, অর্থ সম্পাদক আব্দুর রউফ লিটন, হাজী ইউনুস হাজারী মাদ্রাসার সভাপতি মিজানুল হক মেজু।

 

এসময় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।