মৌলভীবাজারের রাজনগরে ইফতার ও দোয়া মাহফিল করেছে ছাত্রদল। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এবং জুলাই আগস্ট সহ স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হওয়া সকলের রুহের মাগফিরাত কামনায় রাজনগর উপজেলা ছাত্রদল ও রাজনগর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে গতকাল শুক্রবার (২৮ মার্চ) এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহসভাপতি মাহবুব আল জামালের সবাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা যুবদলের আহ্বায়ক মতিউর রহমান খান জোসেফ, যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান খান ছোটন, বিএনপি নেতা নেছার আহমদ, মিজান মিয়া, ছাত্রদল নেতা নুর আহমেদ সাইফ, রায়হান হাবীব, মুহিবুল ইসলাম সাম্মু, সালমান আহমদ, শাহ মামুন, সাহেদ আহমদ, তাহমিম হাসান, জুবেল আহমদ, মোস্তাকিম আহমদ।