Logo
সর্বশেষ :
রাজনগরে ডিবি পুলিশকে আটকে পালালেন চেয়ারম্যান, উত্তেজনা মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন রাজনগরে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি রাজনগরে হাওরের রাস্তা থেকে অজ্ঞাত নারীর মৃ-ত-দে-হ উদ্ধার রাজনগরে ভিক্ষাবৃত্তি থেকে বিকল্প পেশায় ফেরাতে ৯ জনকে দেয়া হলো রিকশা শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত, আহত ১৮ জন রাজনগরে জামায়াত নেতার উপর ‘ছাত্রলীগ নেতার’ হামলার নেপথ্য ঘটনা, থানায় মামলা রাজনগর সরকারি কলেজে ১৫ দফা প্রস্তাবনাসহ স্মারকলিপি দিয়েছে শিবির মৌলভীবাজারে ‘সিলেট রেঞ্জ চ্যাম্পিয়নশিপ কাবাডি টুর্নামেন্ট’ এর উদ্বোধন মৌলভীবাজারে ‘পুলিশ সুপারের জবাবদিহিতা’ শীর্ষক মতবিনিময় সভা

রাজনগরে আর্জেন্টিনার পতাকার রঙে ঘর রাঙালেন নেদারল্যান্ড প্রবাসী আতিক খান

মৌলভীবাজার প্রতিনিধি : / ১১৭৬
প্রকাশিত : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

কাতারে চলমান ফুটবল বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যেই সারাবিশ্বে ফুটবল প্রেমীদের মনে ঢেউ লেগেছে। পছন্দের দেশ ও খেলোয়াড় নিয়ে চলছে নানা আয়োজন। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। সেই তালিকায় নাম লেখালেন নেদারল্যান্ড প্রবাসী মৌলভীবাজারের রাজনগর উপজেলার সদর ইউনিয়নের পাঠানটুলা গ্রামের আতিক খাঁন।

ছবি: আতিক খাঁনের সাথে নিজ পরিবারের খুদে আর্জেন্টিনা সমর্থকরা

ছোট বেলা থেকেই আতিক খাঁন ক্রীড়ামোদি এবং বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার সাপোর্টার। দেশের বাড়িতে থাকাকালীন ওড়াতেন আর্জেন্টিনার পতাকা। নিজের পছন্দের দলকে নিয়ে উচ্ছাস প্রকাশ করতেন। প্রিয় দল আর্জেন্টিনার জন্য ভালোবাসার নিদর্শন। হিসেবে এবার নিজের বাড়িটি রাঙিয়েছেন আর্জেন্টিনার জাতীয় পতাকার রঙে।

 

ছবি: আর্জেন্টিনার পতাকার রঙে রাঙানো আতিক খাঁনের দু’তলা ভবন

দু’তলা ভবনের দেয়ালগুলো আর্জেন্টিনার পতাকার রঙে রঙ করার কাজ চলছে। নেদারল্যান্ড থেকে আতিক খাঁন তার বড় ভাই আশরাফুজ্জামান খাঁন নাহাজের মাধ্যমে খোঁজখবর নিচ্ছেন কাজের। রং মিস্ত্রীদের ফাইনালের আগে কাজ শেষ করতে বলেছেন তিনি। তার পরিবারের সবাই আর্জেন্টিনার সমর্থক। নিজে প্রবাসে থাকলেও শৈশবে আর্জেন্টিনাকে নিয়ে উচ্ছাসের প্রকাশের স্মৃতি ভুলে যাননি। তাই প্রিয় দল আর্জেন্টিনাকে শুভ কামনা জানিয়ে ও দলের বিশ্বসেরা সেরা খেলোয়াড় মেসিকে ভালোবেসে এমন কাজ করেছেন তিনি।

 

আতিক খাঁনের বড় ভাই আশরাফুজ্জামান খাঁন নাহাজ বলেন, আমাদের পরিবারের সবাই আর্জেন্টিনাকে সাপোর্ট করে। এই দলে রয়েছেন বিশ্বসেরা খেলোয়াড় মেসি। এবারের বিশ্বকাপ মেসির হাতেই উঠবে। তাই দলের প্রতি ভালোবাসা থেকে আমার ছোট ভাই ফাইনালের আগেই আর্জেন্টিনার পতাকার আদলে বাড়ির ভবনটির রং করাচ্ছে। সে নেদারল্যান্ডে বসবাস করলেও খোঁজ রাখছে। এটা করতে পেরে সে অনেক খুশি।

 

 

এব্যাপারে রাজনগরের প্রাক্তন ফুটবলার নিবারণ ঘোষ ভজন বলেন, বিশ্বকাপ নিয়ে মানুষ বিভিন্নভাবে নিজের আবেগ অনুভূতি প্রকাশ করে থাকেন। আসলে ফুটবল একটি জনপ্রিয় খেলা। আর এই খেলার বিশ্বমঞ্চে যখন আর্জেন্টিনার মতো হট ফেভারিট দল ফাইনাল খেলে তখন ক্রীড়াপ্রেমীদের মনের মাঝে আলাদা এক চাঞ্চল্য তৈরি হয়। এটারই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন আতিক খাঁন। আর্জেন্টিনা যেভাবে খেলে যাচ্ছে তাতে মনে হচ্ছে এবার বিশ্বকাপটা মেসিদের হাতেই উঠবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।