খ্যাতিমান ৩ ইসলামী আলোচক কাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) মৌলভীবাজারের রাজনগরে তাফসির মাহফিলে আসছেন। মরহুম মাওলানা আব্দুর রকিব (রহ.) স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ষষ্ঠ তাফসিরুল কুরআন মাহফিলে অতিথি হয়ে আসছেন তারা। মাহফিলটি মঙ্গলবার রাজনগর উপজেলার সদর ইউনিয়নের খারপাড়ায় (খারপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠ) অনুষ্ঠিত হবে।
আমন্ত্রিত এই অতিথিরা হলেন- সিলেটের ঝিংগাবাড়ী আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান। তিনি একজন খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসসিরে কুরআন। একই মাহফিলে উপস্থিত থেকে ধর্মীয় আলোচনা করবেন সিলেটের কৃতি সন্তান প্রখ্যাত মুফাসসিরে কুরআন, গবেষক ও লেখক মাওলানা এম হাসিবুর রহমান। তিনি চট্টগ্রামের ফজুমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সাথে ওইদিন ধর্মীয় বক্তব্য রাখবেন বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেলের ইসলামী আলোচক, লেখক ও গবেষক, তা’লিমুশ শাবার এর চেয়ারম্যান মাওলানা আহমদ আলী মোল্লা। এছাড়াও স্থানীয় ইসলামী আলোচকরাও এই আয়োজনে তাফসির পেশ করবেন।
তাদের আগমন ও তাফসির মাহফিলকে সফল করার লক্ষ্যে ইতোমধ্যে আয়োজকরা সব প্রস্তুতি শেষ করেছেন। ওইদিন দুপুর ২ টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে মাহফিল।
রাজনগর দারুছুন্নাহ ফাজিল মাদরাসার প্রয়াত শিক্ষক ও রাজনগর কেন্দ্রীয় ঈদগাহের ইমাম ও খতিব মরহুম মাওলানা আব্দুর রকিবের স্মরণে প্রতিষ্ঠার পর থেকেই এই ফাউন্ডেশন রক্তের গ্রুপ নির্ণয়, তাফসির মাহফিল, দুস্থ ও অসহায় রোগীদের চিকাৎসা সহায়তা ও কন্যাদায়গ্রস্ত পরিবারের মেয়েদের বিবাহসহ বিভিন্ন সামাজিক কাজ করছে সংগঠনটি।