Logo

মৌলভীবাজারে স্থানীয় শহীদ দিবস আজ

মৌলভীবাজার প্রতিনিধি : / ১৫৫
প্রকাশিত : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

আজ মৌলভীবাজারের স্থানীয় শহীদ দিবস। ১৯৭১ সালের এই দিনে (২০ ডিসেম্বর) পাকিস্থানি হানাদার বাহীনির ফেলে যাওয়া মাইন বিস্ফোরণে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে শহীদ হন ২৪ জন মুক্তিযোদ্ধা। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তখন থেকে এই দিনটিকে স্থানীয় শহীদ দিবস হিসেবে পালন করে আসছে মৌলভীবাজারবাসী।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্য্যালয় মাঠে শহীদস্তম্ভে এক মিনিট নিরবতা পালন শেষে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় শহীদস্তম্ভে শ্রদ্ধা জানান- জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধাগণ।

শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।

পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচলক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক বর্ণালী পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) সুদর্শন কুমার রায়, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উর্মি রায়, সিনিয়র সহকারী কমিশনার মীর রাশেদুজ্জামান রাশেদ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুলেমান আলী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন প্রমুখ।

এছাড়াও শহীদদের স্মরণে স্মৃতিচারণ এবং বীরমুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা পরিষদ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।