Logo

রাজনগরে তিনদিনের বিজয় মেলা ও লোকজ উৎসব শুরু

মৌলভীবাজার প্রতিনিধি : / ৪৬৩
প্রকাশিত : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
রাজনগরে তিনদিনের বিজয় মেলা ও লোকজ উৎসব শুরু

মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালিগাঁওয়ে বিজয় দিবস উপলক্ষে শুরু হয়েছে তিনদিনের বিজয় মেলা ও লোকজ উৎসবের। ১৯তম বারের মতো এ মেলার আয়োজন করেছে শহীদ দানু মিয়া স্মৃতি পাঠাগার। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে গ্রামের ছোট বড় পাঁচশতাধিক লোকের অংশগ্রহণে বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়। ২০ ডিসেম্বর সকাল থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ২২ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত।

রাজনগরে তিনদিনের বিজয় মেলা ও লোকজ উৎসব শুরু
আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, বালিগাঁও একটি প্রাচীন জনপদ। এই গ্রামেরই সন্তান দানু মিয়াকে মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকারদের সহায়তায় পাকবাহিনী তাকে নির্মমভাবে হত্যা করে। গ্রামের তরুণরা শহীদ দানু মিয়ার স্মৃতিকে শ্রদ্ধা জানাতে তার নামে একটি পাঠাগার গড়ে তোলে। সেই দানু মিয়া ও মুক্তিযোদ্ধাদের স্মরণ করতে দেড় যুগ ধরে এ উৎসব হয়ে আসছে। প্রতি বছর মেলা উপলক্ষ্যে আয়োজিত গ্রামীণ খোলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে বালিগাঁওসহ আশেপাশের গ্রামের মেয়েরা নাইওর (বাবার বাড়ি বেড়াতে) আসেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক গান নাচ গ্রামীণ খেলাধুলায় আবহমান বাংলার চিরায়ত রূপের এক জীবন্ত প্রতিচ্ছবি এ উৎসব।


এবারের আয়োজনে রয়েছে -বিজয় র‌্যালী, গ্রামীন বিলুপ্তপ্রায় খেলাসহ ৩০টি খেলাধুলা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, পথ নাটক, মুক্তিযুদ্ধের ডকুমেন্টরী-সিনেমা প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা ও আলোচনা সভা।

বিজয় মেলা আয়োজক কমিটির সমন্বয়ক তুহিন জুবায়ের বলেন, ২০০৪ সাল থেকে শহীদ দানু মিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে বিজয় মেলার আয়োজন হয়ে আসছে। আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের দেশীয় সংস্কৃতিকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এই আয়োজন করে থাকি।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।