Logo

বক্তব্য দেয়ার সময় মঞ্চ ভেঙ্গে পড়লেন ওবায়দুল কাদের

রাজকথা ডেস্ক : / ১৫৮
প্রকাশিত : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলন মেলার আয়োজন করেছিল সংগঠনটি। সেখানে বক্তব্য রাখেন উস্থিত অতিথিরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই মিলনমেলায় যখনই বক্তব্য দিতে উঠেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঠিক তখনই ঘটে বিপত্তি! তার বক্তব্যের সময় হঠাৎ ভেঙ্গে পড়ে মঞ্চ। মঞ্চে অতিরিক্ত মানুষ ওঠার কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

এসময় মঞ্চে থাকা কয়েকজন সামান্য আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে।

 

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় এ ঘটনা ঘটে।

 

তবে মঞ্চ ভেঙে পড়ার কিছুক্ষণ পর উপস্থিত নেতাকর্মীদের সহযোগিতায় আবারও বক্তব্য শুরু করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বক্তব্য দেওয়ার সময় আচমকা মঞ্চ ভেঙে পড়েছে। এটি একটি স্বাভাবিক ঘটনা। মঞ্চে অনেক নেতা ছিলেন। আমি বলবো, আমাদের আরও কর্মীর দরকার। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কর্মী দরকার। এতো নেতা দরকার নেই। যেকোন মঞ্চে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চের লোকের সংখ্যা বেশি হয়। এতো নেতা কেন?

 

এর আগে বিকেল ৩টায় অপরাজেয় বাংলার পাদদেশে র‌্যালি পূর্ব অনুষ্ঠান শুরু হয়। গত ৪ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ছাত্রলীগ। তবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ র‌্যালি করা হয়।

এতে অংশ নিতে অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শাখার ছাত্রলীগ নেতাকর্মীরা। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারাও অংশ নেন।

 

এসময় জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

পরে দলীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।