মৌলভীবাজার জেলা প্রশাসনের সহযোগীতায় ও দৈনিক যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ এর সমন্বয়ে মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পত্রিকা বিক্রেতা হকারদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান রাশেদ, সিনিয়র সহকারী কমিশনার সুকান্ত সাহা, সৈয়দ সাফকাত আলী, শারমিন সুলতানা, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাহেল ও দৈনিক যুগান্তর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ প্রমুখ।