Logo

রাজনগরে শেষ হলো শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা

মৌলভীবাজার প্রতিনিধি : / ৪০১
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
রাজনগরে শেষ হলো শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা

মৌলভীবাজারের রাজনগরে উপজেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা শেষ হয়েছে। মঙ্গলবার সকাল থেকে শুরু করে দিনব্যাপী এই প্রতিযোগীতা শেষে সমাপনী অনুষ্ঠান রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

 

প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা। রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শংকর দুলাল দেবের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত। এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ, শিক্ষা কর্মকর্তা শরীফ মোহাম্মদ নিয়ামত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফয়ছল আহমদ, ফরজান আহমদ, রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান, মহলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিছুর রহমান, রাজনগর থানার এসআই হাসান আহমদসহ আরো অনেকে।

 

বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদরাসার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীরা ‘ক’ গ্রুপ এবং নবম ও দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা ‘খ’ গ্রুপের হয়ে অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়। ‘ক’ গ্রুপের ছাত্র-ছাত্রীরা ১০০ ও ২০০ মিটার দৌড়, হাই জাম্প ও লং জাম্পে অংশ নিয়েছে। ‘খ’ গ্রুপের ছাত্র-ছাত্রীরা প্রতিদ্বন্দ্বিতা করেছে ১০০, ২০০, ৩০০, ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার দৌড়, হাই জাম্প, ট্রিপল জাম্প, বর্শা নিক্ষেপ, শট পুট, ডিসকাস থ্রো এবং ৪ গুনিতক ১০০ মিটার রিলেতে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।