Logo

আ’লীগ দেশে মাস্তানতন্ত্র-লুটপাটতন্ত্র চালু করেছে – এম নাসের রহমান

মৌলভীবাজার প্রতিনিধি : / ২০৯
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

‘আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নাম থাকবে না। শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচনও হবে না। শেখ হাসিনার অধীনে যখন নির্বাচন হবে না তখন আওয়ামী লীগও নির্বাচন করবে না’ বলে মন্তব্য করেছেন প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র সাবেক এমপি এম নাসের রহমান । নাসের রহমান বলেন- আওয়ামী নির্বাচন করবে না এমন না যে; তারা ঘরের মধ্যে বসে আছে। আওয়ামী লীগ নির্বাচন করবে না কারণ কোনস্থানে আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না। আমাদের গ্রামে-গঞ্জে বহুধরনের গুহা-টোহা বন জঙ্গল থাকে। এ বনজঙ্গলে হয়তো আওয়ামীলীগারদের পাওয়া যাতে পারে বলে যোগ করেন তিনি।

মঙ্গলবার বিকেলে সমর্থন ফাউন্ডেশনের আয়োজনে মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

 

মুন্সিবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আশিক মিয়ার সভাপতিত্বে আয়োজিত কর্মী সমাবেশ ও কম্বল বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম নাসের রহমানের সহধর্মীনি রেজিনা নাসের, তার কন্যা ফারহিন আমিরা রহমান, জেলা বিএনপির সহসভাপতি মো. হেলু মিয়া, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান, প্রচার সম্পাদক ইদ্রিস আলী, রাজনগর উপজেলা সভাপতি মো. জিতু মিয়া, সহসভাপতি কবির মিয়া, সাধারণ সম্পাদক আব্বাছ আলী মাষ্টার, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক রকিব আহমেদ, ওয়ার্ড মেম্বার নূরুল আমিন খান প্রমূখ।

 

জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান আরও বলেন,‘কয়েকদিন আগে আমেরিকার একজন উপ-মন্ত্রী ডোনাল্ড লো বাংলাদেশে এসে গেছেন। স্ক্রু টাইট যেভাবে মারে সেভাবে তিনি শেখ হাসিনাকে স্ক্রু টাইট দিয়ে চলে গেছেন। ডোনাল্ড লো বলে গেছেন আমরা কোন দলের পক্ষে এখানে আসিনি। আমরা আসছি আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু যাতে হয় সেভাবে আমরা চিল পাখির মতো আপনার দিকে তাকিয়ে থাকবো। আর যদি কোন রকমের হেরফের হয় এ নির্বাচন আমরা প্রত্যাখান করবো। এও বলে গেছেন শেখ হাসিনাকে, আমাদের উপদেশ হল আপনি ক্ষমতা ছেড়ে যেন নির্বাচনটা করেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অনেকগুলি শর্তও দিয়ে গেছেন যেগুলো সরকার মানতে হবে’।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।