মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী। সোমবার (৩০ জানুয়ারি) জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
অফিস আদেশ সূত্রে জানা যায়, এই থানার আগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক-কে প্রবাসী কল্যাণ শাখা মৌলভীবাজারে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে বদলি করা হয়েছে। তার পরিবর্তে মৌলভীবাজার প্রবাসী কল্যাণ শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরীকে মৌলভীবাজার মডেল থানার ওসি করা হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে সদর মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) যোগদান করবেন।