মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগে ২০০ শীতার্ত অসহায় চা শ্রমিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে মৌলভীবাজার লেডিস ক্লাব। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার উত্তরভাগ চা বাগানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
মৌলভীবাজার লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ মৌলভীবাজারের উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্নালী পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মোসা. শাহীনা আক্তার, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, উত্তরভাগ চা বাগানের জেনারেল ম্যানেজার শাহেদুর রহমান, ম্যানেজার লোকমান চৌধুরী প্রমুখ।