Logo

রাজনীতিতে চাঙ্গা ভাব : রাজনগরে আ’লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচী পালন

মৌলভীবাজার প্রতিনিধি : / ৫২৬
প্রকাশিত : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
রাজনগরে আ’লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচী

মৌলভীবাজারের রাজনগরে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কেন্দ্রিয় কর্মসূচীকে ঘিরে রাজনীতিতে চাঙ্গা ভাব এসেছে। বিএনপির পক্ষ থেকে ১০ দফা দাবিতে ইউনিয়ন কমিটিগুলোকে পদযাত্রা কর্মসূচী পালনের নির্দেশ দেয়ার পর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই কর্মসূচী পালন করেছে দলটির নেতাকর্মীরা। দীর্ঘ কয়েক বছর পর উপজেলার তৃণমূলের বিএনপি নেতাকর্মীরা রাজপথে কর্মসূচী পালন করলো। এদিকে আওয়ামী লীগও দলের কেন্দ্রিয় কর্মসূচী হিসেবে শান্তি সমাবেশ করেছে। ফলে দুই প্রধান দলের রাজনৈতিক পাল্টাপাল্টি কর্মসূচীকে ঘিরে হঠাৎ করে চাঙ্গাভাব দেখা যাচ্ছে।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার মনসুরনগর ইউনিয়নের চৌধুরী বাজারে পদযাত্রা করেছে মনসুরনগর ইউনিয়ন বিএনপি। এতে নেতৃত্বে দেন ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আপ্তাব রুহুল, সাধারণ সম্পাদক রুমেল আখন্দ।

দুপুর দেড়টায় মনসুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে শান্তি সমাবেশ হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরজান আহমদ, সাধারণ সম্পাদক আব্দুন নূর বুলু, প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি ছয়ফুল আলম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলী রাজসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


দুপুর দেড়টার দিকে টেংরাবাজারে পদযাত্রা করে টেংরা ইউনিয়ন বিএনপি। এসময় উপস্থিত ছিলেন টেংরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক পাবলুর রহমান, বিএনপি নেতা শামছুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পিকুল আহমদ প্রমুখ।

বিকেল ৩টার দিকে রাজনগর সদর ইউনিয়নের কর্ণিগ্রামে পদযাত্রা কর্মসূচী পালন করে বিএনপির নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ছালিক আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী, প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম বকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মতিউর রহমান খান জুসেফ, সিনিয়র যগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান খান ছোটন, ইউনিয়ন বিএনপির সভাপতি ময়নুল ইসলাম মাল্লুম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব, দপ্তর সম্পাদক রুপক দেব, ছাত্র বিষয়ক সম্পাদক সায়েদ আহমদ প্রমুখ।


এদিকে বিকেল ৪টার দিকে সদর ইউনিয়ন আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে। রাজনগর বাজারে তারা এ সমাবেশ করে। পরে রাজনগর কেন্দ্রিয় সড়ক ঘুরে গোবিন্দবার্টি বাজার পর্যন্ত শোডাউন দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল ওয়াহিদ বাচ্চু, জহিরুল ইসলাম ময়ূব, আজিজুর রহমান খান তছকির, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল হোসেন, সাহিদুজ্জামান আনছারী মনাই, সাংগঠনিক সম্পাদক নজমুল হক সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক শাহ পাবলু কোষাধ্যক্ষ শহীদ বকস, সদস্য আব্দুল লতিফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির ফৌজি, সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মিনাজ মিয়া, ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ, সহসভাপতি শেখ রেহান উদ্দিন জুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমদ, সাংগঠনিক সম্পাদক রবিউল হক রবিন, রাজনগর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাহি খান প্রমুখ।


ফতেপুর ইউনিয়নে বিকেল সাড়ে ৪টায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য নকুল চন্দ্র দাস, মাহমুদ মিয়া, পরিমল দাস, আলী নেওয়াজ, জায়েদ আহমদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জিন হোসেন, আওয়ামী লীগ নেতা জুনেদ আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহমদ সহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

পাঁচগাঁও ইউনিয়নে শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক মিয়া, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ছানা, ইউনিয়ন যুবলীগের সভাপতি জুনেদ হোসেন কুটি, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক দুরুদ মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

বিকেল ৫টায় কামারচাক ইউনিয়নে আওয়ামী লীগের শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বশারত আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজমুল হক সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব খান কনাই, আওয়ামী লীগ নেতা সোহেল আহমদ, মিজানুর রহমান, জেলা তাঁতী লীগ নেতা আনোয়ার হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

মুন্সিবাজারে বিএনপির পদযাত্রায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আশিক মিয়া, সহসভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক আছকান মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইদুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এসএম হেলাল, নুরুল আমিন খানসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা।

এছাড়া আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা আরো কিছু ইউনিয়নে নিজ নিজ দলের কর্মসূচী পালন করবে বলে দলীয় একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।