Logo

রাজনগরে প্রাণিসম্পদ প্রদর্শনী : অংশগ্রহণ করে জিতে নিন পুরস্কার

মৌলভীবাজার প্রতিনিধি : / ৩৩৭
প্রকাশিত : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
রাজনগরে প্রণিসম্পদ প্রদর্শনীতে অংশগ্রহণ করে জিতে নিন পুরষ্কার

মৌলভীবাজারের রাজনগরে শুরু হতে যাচ্ছে প্রাণিসম্পদ প্রদর্শনী। এই প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে রয়েছে পুরস্কার জিতে নেয়ার সুযোগ। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৩ইং শনিবার সকালে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে দিনব্যাপী এই প্রদর্শনী হবে।

রাজনগরে প্রণিসম্পদ প্রদর্শনী অংশগ্রহণ করে জিতে নিন পুরষ্কার

উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল সূত্রে জানা যায়, এ উপলক্ষে উপজেলার খামারী ও উদ্যোক্তাদের স্টল বরাদ্দ দেয়া হচ্ছে। বরাদ্দ দেয়া চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। স্টল বরাদ্দ নেয়ার জন্য যোগাযোগ করতে হবে রাজনগর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে। বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে মুঠোফোনের ০১৯৮৯-০৮৯৭৬৪ নম্বরে।

 

প্রদর্শনীতে যেসব পশু, পাখি, প্রযুক্তি ও পণ্যের স্টল দেয়া হচ্ছে সেগুলো হলো-

  • উন্নত জাতের গাভী, বাছুর ও ষাড়

  • উন্নত জাতের ছাগল, ভেড়া

  • উন্নত জাতের হাঁস-মুরগী (কোয়েল, টার্কি, চিনা হাঁস প্রভৃতি)

  • বিভিন্ন সৌখিন পাখি, যেমন কবুতর

  • বিভিন্ন প্রাণি প্রযুক্তি (সাইলেজ, হে, ইউ.এম.এস, চপার মেশিন, মিল্কিং মেশিন ইত্যাদি)

  • বিভিন্ন উৎপাদিত দুগ্ধজাত পণ্য (মিষ্টি দই, ঘি, মাখন, ছানা ইত্যাদি)

  • বিভিন্ন উৎপাদিত মাংস প্রক্রিয়াকরণ পণ্য

এ ব্যপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল বলেন, প্রদর্শনীর মাধ্যমে আধুনিক প্রযুক্তি, গবাধি পশু-পাখি ও খাদ্যপণ্যের সাথে স্থানীয়দের পরিচয় করিয়ে দিতে এবং খামারী ও উদ্যোক্তাদের উৎসাহিত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এতে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রযুক্তি পৌঁছে দেয়া সহজতর হবে। স্থানীয়রা নিত্যনতুন প্রযুক্তি ব্যবহারে আগ্রহী হবেন এবং উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে প্রাণিসম্পদ সেক্টরে সাফল্যের ধারা অব্যহত থাকবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।