মৌলভীবাজারের রাহনগরে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার টেংরা বাজার মা ফার্মে সীর সামনে থেকে তারেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজনগর থানায় মামলা হয়েছে।
আটককৃতরা হলো- রাজনগর উপজেলার লালাপুর গ্রামের সাজ্জাদ মিয়ার ছেলে মো. শাকিল মিয়া (২৩) ও একই উপজেলার বছিরমহল (ভূজবল) গ্রামের মাহবুব আহমদ নাহিদ (২০)।
পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ। এসময় টেংরা বাজার মা ফার্মেসীর সামনে মৌলভীবাজার-কুলাউড়া সড়কে তাদের আটক করে পুলিশ। তাদের দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে পুলিশ টেংরা বাজারে অভিযানে যায়। সেখানে তাদেরকে আটক করে তল্লাশি করলে ৩০ পিস ইয়াবা পাওয়া যায়।