পরে বিদ্যালয় প্রাঙ্গণে যুক্তরাজ্য প্রবাসী সাতির আহমেদের অর্থায়নে শহীদ মিনার নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়। স্কুলের শিক্ষক আল মাহমুদ রকিবের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম জাকির, স্কুলের ম্যানিজিং কমিটির সদস্য মাওলানা মুজিবুর রহমান, আব্দুন নূর, সাংবাদিক মো. আব্দুল ওয়াদুদ।
এসময় উপস্থিত ছিলেন রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, শাহীন আহমেদ, স্থানীয় ইউপি মেম্বার ওলি আহমেদ, বাতির মিয়া, ছাতির মিয়া, মাওলানা রেজাউল করিম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রবাসীরা দেশ ও মানুষের কল্যাণে সর্বদা অবদান রেখে চলেছেন। সাতির আহমদের ব্যাক্তিগত অর্থায়নে বিদ্যালয়ে এই শহীদ মিনার নির্মাণে ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়ে হাজার বছর বেঁচে থাকবেন-এই প্রত্যাশা। বক্তারা আরোও বলেন সরকারের পাশাপাশি প্রবাসীরা যদি এলাকার দরিদ্র মানুষের দিকে হাত প্রসারিত করেন অনেক মানুষ অপকৃত হবেন। জ্ঞান-বিজ্ঞান ও শিক্ষায়ও অনেক দূর এগিয়ে যাবে দেশ।
এই শহীদ মিনারের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্টানে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষের ঢল নামে। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের আগে এই শহীদ মিনার নির্মাণের কাজ শেষ হবে এবং দিবসটিতে নির্মাণকৃত শহীদ মিনারে যথাযথভাবে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করতে পারবেন বলে নির্মাণ সংশ্লিষ্টরা আশা করছেন।