মৌলভীবাজারের রাজনগরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী। ‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহায়তায় এই অনুষ্ঠান বাস্তবায়ন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে ৪০টি স্টলে দেশী-বিদেশী প্রজাতির গবাধিপশু, উন্নত প্রযুক্তি, গোখাদ্য, উন্নত জাতের হাঁস-মুরগী, কবুতর ও নানা জাতের শৌখিন পাখি প্রদর্শন করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) সানজিদা আক্তারের সভাপতিত্বে প্রদর্শনীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) মুক্তি চক্রবর্তী। প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ আল নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিবাস চন্দ্র পাল, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রাব্বানী খান, ভেটেরিনারি সার্জন ডা. সুমন মিয়া মামুন, এইও রাকিব রানা আকন্দ, উত্তরভাগ ইউপি চেয়ারম্যান দীগেন্দ্র চন্দ্র সরকার, কৃষকলীগের সভাপতি মাহমুদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের নানা উদ্যোগে বাংলাদেশ এখন প্রাণিসম্পদে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এই অবস্থা যাতে স্থায়ী রূপলাভ করে সেজন্য প্রযুক্তি ও উৎপাদন কৌশল প্রত্যন্ত ছড়িয়ে দিতে হবে। এই প্রদর্শনী দেখে যুবসমাজ ও প্রান্তিক খামারীরা উদ্বুদ্ধ হবেন এবং দেশের সামগ্রীক উন্নয়নে অবদান রাখবেন বলে আশা ব্যক্ত করেন বক্তারা।
পরে বিকেলে সমাপনী অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে মোট ১৬টি প্রদর্শনী স্টলকে পুরস্কৃত করা হয়।