Logo
সর্বশেষ :
রাজনগরে ডিবি পুলিশকে আটকে পালালেন চেয়ারম্যান, উত্তেজনা মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন রাজনগরে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি রাজনগরে হাওরের রাস্তা থেকে অজ্ঞাত নারীর মৃ-ত-দে-হ উদ্ধার রাজনগরে ভিক্ষাবৃত্তি থেকে বিকল্প পেশায় ফেরাতে ৯ জনকে দেয়া হলো রিকশা শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত, আহত ১৮ জন রাজনগরে জামায়াত নেতার উপর ‘ছাত্রলীগ নেতার’ হামলার নেপথ্য ঘটনা, থানায় মামলা রাজনগর সরকারি কলেজে ১৫ দফা প্রস্তাবনাসহ স্মারকলিপি দিয়েছে শিবির মৌলভীবাজারে ‘সিলেট রেঞ্জ চ্যাম্পিয়নশিপ কাবাডি টুর্নামেন্ট’ এর উদ্বোধন মৌলভীবাজারে ‘পুলিশ সুপারের জবাবদিহিতা’ শীর্ষক মতবিনিময় সভা

কমলগঞ্জে লাঠির আঘাতে মাকে হত্যা, ছেলের স্বীকারুক্তি

মৌলভীবাজার প্রতিনিধি : / ২১৯
প্রকাশিত : বুধবার, ৮ মার্চ, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগান থেকে মা হত্যায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। বুধবার আদালতে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে সে।

 

৮ মার্চ রাত আড়াইটার দিকে তাকে আটক করা হয়। আটককৃত সাধন নুনিয়া (২৩) ওই বাগানের দেওন্তি নুনিয়ার ছেলে।

 

পুলিশ জানায়, গত মঙ্গলবার (৭ মার্চ) দুপুর ১টার সময় সময় কমলগঞ্জ থানাধীন আলীনগর চা বাগানে তুচ্ছ ঘটনা নিয়ে দেওন্তি নুনিয়ার(৪৫) সাথে তার ছেলে সাধন নুনিয়ার(২৩) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে সাধন তার হাতে থাকা লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করে। এতে দেওন্তি নুনিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে দেওন্তি নুনিয়াকে শমশেরনগর চা বাগান সংলগ্ন ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে যায়। অভিযুক্ত ছেলে সাধন নুনিয়া ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

 

ওইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় দেওন্তি নুনিয়া মৃত্যু হয়। কমলগঞ্জ থানার এসআই হারুন অর রশীদ চৌধুরী নিহতের মৃতদেহের সুরতহাল করেন। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়।

 

পরে গুপ্তচরের তথ্যের ভিত্তিতে নিহতের পলাতক ছেলে সাধন নুনিয়াকে গভীর রাতে আটক করা হয়। বুধবার তাকে আদালতে পাঠালে সে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারুক্তিমূলক জবানবন্দি দেয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, মাকে লাঠি দিয়ে আঘাত করার পর ছেলে পালিয়ে যায়। পরে সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। সে আদালতে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।