Logo
সর্বশেষ :
রাজনগরে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে রাজনগরে বিএনপি’র বিজয় মিছিল প্রেস রিলিজ : অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন নেছার আহমদ সানি মৌলভীবাজারে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল রাজনগরে জনসংখ্যা দিবস উদযাপন রাজনগরে মিষ্টির কারখানায় ঢুকতে না দেয়ায় যুবদল নেতার হামলা, আহত ২ ব্যাংকের সিকিউরিটি গার্ড মিসবাহ ভেবে হত্যা করা হয় ‘আইনজীবী সুজনকে’ রাজনগরে ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল রাজনগরে দারুল ক্বিরাত এবং বয়স্কদের সহীহ্ কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরষ্কার বিতরন মৌলভীবাজার সরকারি কলেজ কর্মচারীদের মধ্যে শিবিরের ঈদ সামগ্রী বিতরণ

রাজনগরে এবার ‘ফুঁ’ দিয়ে ৫০ হাজার টাকা লোপাট

মৌলভীবাজার প্রতিনিধি : / ৩৬৪
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

মৌলভীবাজারের রাজনগর উপজেলার গ্রাম রাজনগরের পারভীন বেগমের (৫০) ভাসুরের ছেলে মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে পারভীনের একাউন্টে পাঠিয়েছিলেন টাকা। জনতা ব্যাংকের রাজনগর শাখা থেকে ৭০ হাজার টাকা তুলেন তিনি। টাকা নিয়ে ব্যংকের নিচে আসতেই এক ব্যক্তি পারভীন বেগমের টাকা ‘ফুঁ’ দিয়ে দ্বিগুণ করে দেয়ার কথা বলে ৫০ হাজার ৭০০ টাকা নিয়ে গেছে। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে রাজনগর বাজারে এ ঘটনা ঘটে। ৬ দিনের ব্যবধানে রাজনগরে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটলো।

 

প্রতারণার শিকার পারভীন বেগম জানান, ব্যাংক থেকে নামার পর তার সাথে কুশল বিনিময় করে এক ব্যক্তি। এসময় ওই ব্যক্তি তার আধ্যাত্বিকতার কথাও বলে ফুঁ দিয়ে টাকা দ্বিগুণ করে দিবে বলে জানায়। এ ভাবে সে অনেকের টাকা দ্বিগুণ করে দিয়েছে বলে একটি ব্যাগ আনতে তাকে পাশের দোকানে পাঠায়। সেখান থেকে আসার পর ব্যাগে টাকা মুড়িয়ে দিয়েছে বুঝিয়ে তাকে বাড়ি চলে যেতে বলে ওই প্রতারক। বাজারের এক ফার্মেসীতে ওষুধ কিনতে গিয়ে পারভীন বেগম দেখেন তার ব্যাগে টাকা নেই। এভাবে গ্রামের সহজসরল পারভীন বেগম প্রতারকের প্রলোভনে ভাসুরের ছেলের কষ্টের রোজগার করা টাকা তুলেদেন ওই প্রতারকের হাতে। রাজনগর বাজারে জনতা ব্যাংকের নিচে তিনি কান্না আর বিলাপ করতে থাকেন। এদিকে, গত বৃহস্পতিবার সকালে একই কায়দায় রাজনগর ইউনিয়নের দক্ষিণ খারপাড়া গ্রামের খেলা বেগমের কাছ থেকে ২৮ হাজার টাকা নিয়ে যায় এক প্রতারক।

 

পারভীন বেগম বলেন, ব্যাংক থেকে নামার পর একজন লোক আমার সামনে এসে টাকা দ্বিগুণ করে দিবে বলে। টাকা একটি ব্যাগে প্যাঁচিয়ে দেয়। পরে সামনের একটি ফার্মেসীতে গিয়ে দেখি টাকা নেই।

 

এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. হুমায়ুন কবীর বলেন, বিভিন্ন জন এমন কথা বলছেন শুনতেছি। কেউ আমাদের কাছে লিখিত অভিযোগ করে নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।