Logo

রাজনগরে ইসলামী যুব আন্দোলনের পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠিত

রাজকথা ডেস্ক : / ২১৩
প্রকাশিত : রবিবার, ১৯ মার্চ, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে ইসলামী যুব আন্দোলনের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে। রবিবার উপজেলা ইসলামী যুব আন্দোলনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।

 

সংগঠনের উপজেলা সভাপতি মাওলানা আল আমীন হক রাজুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা আবু তাহের সানীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পরামর্শ পরিষদের সদস্য ও  মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা জুবায়ের আহমদ জুবেল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনগর উপজেলা শাখার সভাপতি জনাব রাজা মিয়া।

 

এর আগে ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি মাওলানা জুবায়ের আহমদ জুবেল।

কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা হলেন সভাপতি মাওলানা আল আমীন হক রাজু, সহ সভাপতি, মাওলানা আলী আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহের সানী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তোফায়েল আহমেদ নোমানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ সিহাব উদ্দীন সহ ২১ জন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।