Logo

রাজনগরে কুয়েত ও সৌদি প্রবাসীকে সংবর্ধনা

মৌলভীবাজার প্রতিনিধি : / ১৭০
প্রকাশিত : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের করতল গ্রামের দুই প্রবাসীর স্বদেশ গমন উপলক্ষে ‘করতল প্রবাসী হোয়াটসঅ্যাপ গ্রুপ’র পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। করতল প্রবাসী হোয়াটসঅ্যাপ গ্রুপের স্বদেশ প্রতিনিধি আকুল মিয়ার বাড়িতে আকুল মিয়ার সভাপতিত্ববে ও পারভেজ তরফদারের সঞ্চালনায় বৃহস্পতিবার এই অনুষ্ঠান হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন ‘করতল প্রবাসী হোয়াটসঅ্যাপ গ্রুপ’র সদস্য লন্ডন প্রবাসী মাওলানা মামুনুর রশিদ, মাওলানা জুনেদ তরফদার, রাজিব তরফদার, জসিম আহমেদ, দুবাই প্রবাসী হোসেন আহমদ, পাবলু আহমদ, অপু আহমদ, জয়নাল তরফদার, আশরাফুল ইসলাম, রাব্বি আহমদ, তামিম আহমদ প্রমুখ।

 

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী মো. শামসুল ইসলাম ও কুয়েত প্রবাসী মো. ফয়সল আহমদ। অনুষ্ঠান শেষে করতল প্রবাসী হোয়াটসঅ্যাপ গ্রুপের দেশ প্রতিনিধি সকলের উপস্থিতিতে সংবর্ধিত দুই অতিথিকে বিশেষ সম্মাননা ও ক্রেষ্ট  প্রদান করা হয়। পরে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।