Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন রাজনগরে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি রাজনগরে হাওরের রাস্তা থেকে অজ্ঞাত নারীর মৃ-ত-দে-হ উদ্ধার রাজনগরে ভিক্ষাবৃত্তি থেকে বিকল্প পেশায় ফেরাতে ৯ জনকে দেয়া হলো রিকশা শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত, আহত ১৮ জন রাজনগরে জামায়াত নেতার উপর ‘ছাত্রলীগ নেতার’ হামলার নেপথ্য ঘটনা, থানায় মামলা রাজনগর সরকারি কলেজে ১৫ দফা প্রস্তাবনাসহ স্মারকলিপি দিয়েছে শিবির মৌলভীবাজারে ‘সিলেট রেঞ্জ চ্যাম্পিয়নশিপ কাবাডি টুর্নামেন্ট’ এর উদ্বোধন মৌলভীবাজারে ‘পুলিশ সুপারের জবাবদিহিতা’ শীর্ষক মতবিনিময় সভা রাজনগরে বিএনপি নেতার গাড়িতে হামলার ঘটনায় ছাত্রদল নেতাকর্মীদের নামে মামলা

সৌদি আরবে বাস দুর্ঘটনায় ২০ ‘ওমরাহ যাত্রী’ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : / ২৭৯
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

মদিনা থেকে মক্কা যাওয়ার পথে সৌদি আরবের আসির প্রদেশ এবং আভা শহরের সঙ্গে সংযোগকারী একটি সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২০ ওমরাযাত্রী নিহত ও আহত হয়েছেন অনেকে। বাসটি ব্রেক ফেল হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

 

 

জানা যায়, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমে একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২০ ওমরাহযাত্রী নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস ও গালফ নিউজ। খবরে বলা হয়েছে, সোমবার যাত্রীবাহী বাসটি একটি সেতুতে বিধ্বস্ত হয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায়।

 

রেড ক্রিসেন্ট দলসহ জরুরী পরিষেবা সংস্থাগুলো দ্রুত সেখানে পৌঁছেছে। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল এখবারিয়া হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকরা রয়েছেন। তবে তারা কোন দেশের এবং পরিচয় কী তা তাৎক্ষণিক প্রকাশ করা হয়নি।

 

আল-এখবারিয়া নির্দিষ্ট না করে শুধু বলেছে যে গাড়িতে সমস্যা হয়েছিল। তবে বেসরকারি সংবাদপত্র ওকাজ বলেছে যে, ব্রেকজনিত সমস্যার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের ঘটনাটি পবিত্র শহর মক্কা ও মদিনায় হজ ও ওমরাহযাত্রীদের নিরাপদে পরিবহনে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। রমজান শুরু হলে সৌদি আরবে ওমরাহযাত্রীর সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়।

 

এর আগে ২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছে একটি বাস আরেকটি ভারী যানের সাথে সংঘর্ষে ৩৫ জন বিদেশি নিহত এবং চারজন আহত হয়।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।