Logo

বিচারকের গাড়ি নিয়ে প্রেম করতে গিয়ে ধরা

রাজকথা ডেস্ক : / ১৪৮
প্রকাশিত : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

হাইকোর্টের একজন বিচারকের গাড়ি চালাতেন হীরা বাবু সিংহ। প্রেমিকাকে নিয়ে ঘুরাঘুরি করছিলেন। এমনকি পতাকাবাহী গাড়িসহ ছবি তুলে ফেইসবুকেও পোস্ট করেন। শেষে হাইকোর্টের নজরে আসায় দুজনকেই দেয়া হয়েছে সাজা।

 

মঙ্গলবার (২৮ মার্চ) ওই যুগলকে সাজা দেন হাইকোর্ট। এর মধ্যে হীরা বাবু সিংহকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর তাঁর সঙ্গে ঘুরতে যাওয়া তার প্রেমিকা সাবাতানি ববিকে দেওয়া হয়েছে ছয় মাসের কারাদণ্ড। সাবাতানিই ওই ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন।

 

 

সুপ্রিম কোর্টের কর্মচারীরা জানিয়েছেন, হীরা বাবু ও সাবাতানি বিবাহিত।

 

এদিকে সাজা দেওয়ার পর দুজনকে শাহবাগ থানায় হস্তান্তর করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

 

 

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ‘ওই চালক অনেক দিন ধরেই কারও গাড়ি চালাচ্ছেন না। তাঁর বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত চলছে। আইন অনুযায়ী, কোনো বিচারপতি গাড়িতে থাকলেই কেবল পতাকা ওড়ানো যাবে।’


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।