মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৪৭ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার রাত সাড়ে ৩টায় শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- শ্রীমঙ্গলের গাজীপুর (কালাপুর) এলাকার মৃত কুতুব উল্লাহর ছেলে মো. মামুনুর রশিদ (২৪) ও পূর্ব লামুয়া এলাকার মৃত রহমত মিয়ার ছেলে মো. ইমরান মিয়া (২৩)।
র্যাব জানায়, সোমবার রাতে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক দল উত্তর ভাড়াউড়া এলাকায় অভিযানে যায়। এসময় দুইজনকে তল্লাশি করে ২৪৭ বোতল নিষিদ্ধ ফেনসিডিল পাওয়া যায়। পরে তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে র্যাব।
র্যাব-৯ এর সিনিয়র এএসপি (মিডিয়া অফিসার আফসান-আল-আলম জানান, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, জঙ্গি দমন, অস্ত্র উদ্ধার, মাদককারবারী ও ছিনতাইকারীদের গ্রেফতারে র্যাব অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২৪৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের ও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।