Logo
সর্বশেষ :
রাজনগরে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে রাজনগরে বিএনপি’র বিজয় মিছিল প্রেস রিলিজ : অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন নেছার আহমদ সানি মৌলভীবাজারে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল রাজনগরে জনসংখ্যা দিবস উদযাপন রাজনগরে মিষ্টির কারখানায় ঢুকতে না দেয়ায় যুবদল নেতার হামলা, আহত ২ ব্যাংকের সিকিউরিটি গার্ড মিসবাহ ভেবে হত্যা করা হয় ‘আইনজীবী সুজনকে’ রাজনগরে ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল রাজনগরে দারুল ক্বিরাত এবং বয়স্কদের সহীহ্ কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরষ্কার বিতরন মৌলভীবাজার সরকারি কলেজ কর্মচারীদের মধ্যে শিবিরের ঈদ সামগ্রী বিতরণ

রাজকথা’য় সংবাদ প্রকাশের পর রাজনগরের ৪টি গ্রাম পরিদর্শন করলেন বন বিভাগের কর্মকর্তারা

মৌলভীবাজার প্রতিনিধি : / ৫০৭
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

রাজকথা ডটকম-এ সংবাদ প্রকাশের পর রাজনগরের ৪টি গ্রাম পরিদর্শনে এসেছেন বন বিভাগের কর্মকর্তারা। সোমবার (১৭ এপ্রিল) সকাল থেকে তারা রাজনগরের মুন্সিবাজার ইউনিয়নের গয়াসপুর, করিমপুর, কাজিরহাট, টিকরপাড়া গ্রাম পরিদর্শন করেন।

 

এর আগে গত শনিবার রাজকথা ডটকম – এ “রাজনগরে বানরের উৎপাতে অতিষ্ট ৪ গ্রামের মানুষ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে আরো কিছু জাতীয় ও স্থানীয় গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। এরপরেই বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিতে তৎপর হয় বন বিভাগ।

 

 

সোমবার দিনভর স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এসব গ্রামের বানরের হামলায় আহত ব্যক্তিদের সাথে কথা বলেন বন কর্মকর্তারা। বানরের যাতায়াতের স্থানগুলো তারা পরিদর্শন করেন। স্থানীয় মানুষের বক্তব্য শুনেন।

 

 

পরিদর্শনে আসা কর্মকর্তারা হলেন- মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষন কর্মকর্তা মির্জা মেহেদী সরোয়ার, বর্ষিজোড়া বিটের ফরেস্টার আবু নাঈম মো. নূরন্নবী, ফরেস্ট গার্ড ও জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউটসহ বনবিভাগের মোট ৬ সদস্যের একটি দল।

 

 

বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষন কর্মকর্তা মির্জা মেহেদী সরোয়ার বলেন, আমরা এলাকা পরিদর্শন করেছি। আহতদের বক্তব্য নিয়েছি। আসলে এখানে তো অনেক বানর। আমরা ভেবেছি ৪/৫টা হবে হয়তো। এতো বানর সরিয়ে দেয়া কঠিন হবে। বিষয়টি আমি উর্ধ্বতন কর্মকর্তাদের জানাবো।

 

তিনি আরো বলেন, আশেপাশের বনে ফলের গাছ নেই দেখলাম। ফল গাছ না থাকায় এগুলো লোকালয়ে চলে আসে বলে মনে হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।