ইউকে বাংলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলা ট্রিবিউন এর লন্ডন প্রতিনিধি প্রবাসী সাংবাদিক মুনজের আহমেদ চৌধুরীর সাথে ঈদের সৌহার্দ্য বিনিময় ও আড্ডার আয়োজন করেছে রাজনগর প্রেসক্লাব।
রবিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রাজনগর বাজারের রাজমহল সুইটমিটে এই সৌহার্দ্য বিনিময় ও আড্ডার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজনগর প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ সৈয়দ ফুয়াদ হোসেন, তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান, সদস্য সাইদুল ইসলাম, কামরুল ইসলাম, আলিম আল মুনিম, কামরান আহমদ ও সাংবাদিক মাছুম বকস মাহি।
এসময় মুনজের আহমেদ চৌধুরী বলেন, রাজনগর প্রেসক্লাবের সাংবাদিকরা নিজেদের সততা ও সুনাম বজায় রেখে দীর্ঘদিন ধরে গণমানুষের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরছেন। তাদের লেখনির মাধ্যমে অনেকে উপকৃত হয়েছেন। আমি আশা রাখি, এই প্রেসক্লাবের সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে আজীবন কাজ করে যাবেন। আমি বিশ্বাস করি, সততার সাথে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে তারা ঐতিহ্যকে টিকিয়ে রাখবেন।
সৌহার্দ্য বিনিময় শেষে মুনজের আহমেদ চৌধুরীকে বিশিষ্ট লেখক মুফতি মুহাম্মদ আকতার আল-হুসাইন এর ‘রামাদ্বান মাহিনা’ বই উপহার হিসেবে হাতে তুলে দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।